বাংলা নিউজ > বায়োস্কোপ > Sidharth-Kiara: প্রেমে একেবারে হাবুডুবু! বরের হাত ধরে ডিনার ডেটে কিয়ারা, সিদ্ধাথের সঙ্গে পোজ দিয়ে তুললেন ছবিও
পরবর্তী খবর
Sidharth-Kiara: প্রেমে একেবারে হাবুডুবু! বরের হাত ধরে ডিনার ডেটে কিয়ারা, সিদ্ধাথের সঙ্গে পোজ দিয়ে তুললেন ছবিও
1 মিনিটে পড়ুন Updated: 27 Aug 2023, 11:40 AM ISTSubhasmita Kanji
Sidharth Malhotra-Kiara Advani: বরের সঙ্গে ডিনার ডেটে গেলেন কিয়ারা। শর্ট হোয়াইট ড্রেস পরেছিলেন অভিনেত্রী। অন্যদিকে সিদ্ধার্থের পরনে ছিল নেভি ব্লু শার্ট এবং জিন্স।
বরের হাত ধরে ডিনার ডেটে কিয়ারা
উইকএন্ড বলে কথা! শনিবার রাতে বরের সঙ্গে ডিনার ডেটে গেলেন কিয়ারা আডবানি। এদিন একজন পাপারাজ্জো তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে এই তারকা জুটির ভিডিয়ো পোস্ট করেন। সেখানে তাঁদের মুম্বইয়ের বান্দ্রার একটি রেস্তোরাঁয় ঢুকতে দেখা যায়।
এদিন কিয়ারা আডবানির পরনে ছিল সাদা রঙের শর্ট ড্রেস এবং হিলস। অন্যদিকে সিদ্ধার্থ মালহোত্রা নেভি ব্লু রঙের একটি টিশার্ট এবং জিন্স পরেছিলেন। সঙ্গে ছিল স্নিকার। রাতের খাওয়া দাওয়া সেই রেস্তোরাঁয় সেরে তাঁর যখন বেরোচ্ছেন তখন তাঁদের চিত্র সাংবাদিকদের জন্য জুটিতে পোজ দিতে দেখা যায়। বউকে এদিন যেন সিদ্ধার্থ চোখে হারাচ্ছিলেন। হাত ধরে রেখেছিলেন তাঁর।
দুজনে একসঙ্গে ক্যামেরার জন্য হাসিমুখে পোজ দিয়ে গাড়ির উদ্দেশ্যে যান। গাড়িতে ওঠার আগে সাংবাদিকদের উদ্দেশে হাত নাড়েন অভিনেতা। এই ভিডিয়ো পোস্ট হওয়ার পর এক ব্যক্তি সেখানে লেখেন, 'একেবারে আদর্শ কাপল ওঁরা।' আরেকজন লেখেন, 'সব থেকে সুন্দর জুটি।'