উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ। এবার ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নানে গিয়েছেন টলিপাড়ারও বহু ব্যক্তিত্ব। এদিকে মঙ্গলবার গভীর রাতে মহাকুম্ভে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১০ জনের, আহত হয়েছেন বহু। এদিকে যখন এই দুর্ঘটনার খবর সামনে আসে, তখন সেখানেই ছিলেন টলিপাড়ার অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য। মৌনী আমাবস্যায় স্নানের জন্যই বাবা ও পরিবারের সঙ্গে ত্রিবেণী সঙ্গমে গিয়েছিলেন অভিনেত্রী। কেমন অভিজ্ঞতা শ্রীমার?
কলকাতা থেকে সড়ক পথেই মহাকুম্ভে পাড়ি দিয়েছিলেন শ্রীমা ভট্টাচার্য। এবিষয়ে অভিনেত্রী আনন্দবাজারকে জানান, এমন ভিড় তিনি আগে কখনওই দেখেননি। ত্রিবেণী সঙ্গমের ১০-১৫ কিলোমিটার আগে থেকেই নাকি গাড়ি এগোতে দেওয়া হচ্ছিল না। আর তাই সেখানে যেতে হলে হেঁটে কিংবা অন্য গাড়িতে সেখানে যেতে হত।
আরও পড়ুন-ছেলে না মেয়ে? স্বামী ও পরিবারের সঙ্গে সাধের দিন এমন খেলায় নিন্দের মুখে, কী বললেন রূপসা
আরও পড়ুন-ক্ষত এখনও ঠিক হয়নি, ঘাড়ে ব্যান্ডেজ বেঁধেই ছেলে ইব্রাহিমের সঙ্গে দেখা মিলল সইফের
আরও পড়ুন-মৌনী আমাবস্যায় বাবার সঙ্গে ত্রিবেণী সঙ্গমে শ্রীমা, মহাকুম্ভে হাজির রানা, শ্রীকান্ত মোহতাও