শ্রদ্ধা কাপুরের স্ত্রী ২ ছবির ট্রেলার অবশেষে এসেছে সামনে। ব্লকবাস্টার হিট হয়েছিল স্ত্রী সিনেমাটি। তবে বৃহস্পতিবার ছবির ট্রেলার লঞ্চের দিন সাংবাদিকদের ব্যক্তিগত প্রশ্নের মুখে পড়তে হল শ্রদ্ধা কাপুরকে। যার কারণ অবশ্যই রাহুল মোদীর সঙ্গে সম্পর্ক। বলিপাড়ায় গুঞ্জন, বিয়ের পিঁড়িতে বসতে চলছেন তিনি। আর তা নিয়েই, প্রশ্ন করা হল শ্রদ্ধা কাপুরকে।
লাল শাড়ি পরে ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে পৌঁছেছিলেন শ্রদ্ধা কাপুর। চুলে বাঁধা লম্বা বেণী। বিয়ের প্রশ্ন উঠতেই শ্রদ্ধা বলে উঠলেন, ‘ও স্ত্রী, ওর যখন বিয়ে করতে ইচ্ছে হবে, তখনই করবে’। আর অভিনেত্রীর মুখে এমন কথা শুনে, অনেকেই হেসে ফেলেন।
গত মাসে শ্রদ্ধা রাহুল মোদীর সঙ্গে একটি সেলফি শেয়ার করে নিয়েছিলেন। আর ক্যাপশনে লিখেছিলেন, ‘আমার হৃদয় তোমার কাছে রাখো, কিন্তু ঘুম তো ফেরত দিয়ে দাও’। সঙ্গে একটি হাসির ইমোজি এবং একটি লাল হৃদয়ের ইমোটিকন যোগ করেন।
গত বছর বেশ কয়েকটি অনুষ্ঠানে শ্রদ্ধা কাপুর এবং রাহুল মোদীকে একসঙ্গে দেখা যাওয়ার পরে তাঁদের ডেটিংয়ের গুঞ্জন শুরু হয়েছিল। মার্চে এক বন্ধুর বিয়েতেও যোগ দিয়েছিলেন তারা। এর আগে এই দম্পতির ঘনিষ্ঠ একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে জানিয়েছিল, ‘তারা একে অপরের সঙ্গে খুব কমফোর্টেবল। তাই ওঁরা নিজেদের সম্পর্ক গোপন করার প্রয়োজন বোধ করে না। এবং এই কারণেই প্রায়শই তাঁদের একসঙ্গে দেখা যায়।’
‘তাঁরা একে অপরের সঙ্গে ছবি তুলতেও ভয় পায় না। তবে এর মানে এই নয় যে, তাঁরা শীঘ্রই তাঁদের সম্পর্ককে অফিসিয়াল করে দেবে। তাঁরা উভয়ই ব্যক্তিগত ব্যক্তি এবং তাঁদের সম্পর্ককে লাইমলাইটের বাইরে রাখতে চায়।’, আরও যোগ করেছিলেন সেই সূত্র।
প্রসঙ্গত, রাহুল মোদী একজন চলচ্চিত্র লেখক। তিনি রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুর অভিনীত তু ঝুথি মে মক্কার লিখেছেন। গুজব এই ছবিতে একসঙ্গে কাজ করার সময় ঘনিষ্ঠতা বাড়ে রাহুল ও শ্রদ্ধার।
এদিকে স্ত্রী ২-এর ট্রেলারে দেখা যাচ্ছে, চান্দেরি গ্রাম থেকে মেয়েদের গায়েব করে দিচ্ছে সারকাটা। সেই আতঙ্কের মাঝে সকলে রাজকুমারের কাছে সাহায্য চায়। আর রাজকুমার সাহায্য নেয় শ্রদ্ধার। এদিকে শ্রদ্ধাই স্ত্রী কি না, তা নিয়ে রহস্য এখনও ঘনীভূত। কারণ ছবির প্রথম পার্টে স্ত্রী-র যে বিনুনি কেটে ফেলেছিলেন রাজকুমার, ছবির শেষ দৃশ্যে সেটি দেখা গিয়েছিল শ্রদ্ধার হাতে। যা স্পষ্ট করেছিল হয় শ্রদ্ধাই স্ত্রী না হলে স্ত্রীর সঙ্গে কোনও যোগ রয়েছে তাঁর। এবার দেখার সরকাটা-র হাত থেকে কী করে মুক্তি পায় চান্দেরি। আর স্ত্রী-র উপর থেকেও পর্দা ওঠে কি না!