শোভন-স্বস্তিকা ভালো বন্ধু। দুজনে-দুজনের সঙ্গে থাকতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন জানিয়েছেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। বেশ কিছুদিন আগে নিজের ইনস্টাগ্রাম পেজে তাঁর এবং অভিনেত্রী স্বস্তিকা দত্তের ছবি শেয়ার করেছেন শোভন গঙ্গোপাধ্যায়। যা নিয়ে দুই তারকার ভক্তদের মধ্যে নানা গুঞ্জন শোনা যায়। তবে সব কিছুতে জল ঢেলে গায়ক শোভন জানিয়েছেন, তাঁরা দুজনে খুব ভালো বন্ধু। সম্পর্কটা প্রেম পর্যন্ত গড়ায়নি। ‘এখনও প্রকাশ্যে বলার মতো পর্যায়ে সম্পর্কটা পৌঁছায়নি’, আনন্দবাজারকে জানিয়েছেন শোভন। বাংলা গানের দুনিয়ায় পরিচিত নাম শোভন,অন্যদিকে স্বস্তিকা দত্ত টেলি পাড়ার অত্যন্ত জনপ্রিয় মুখ। গান খুব ভালবাসেন স্বস্তিকাও। হামেশাই তাঁর কানে হেডফোন থাকে। অবসর পেলেই কানে হেডফোন লাগিয়ে গানের জগতে ডুব দেন তিনি। এমনকি সম্প্রচারিত ধারাবাহিকেও নিজের গলায় গান গেয়েছেন স্বস্তিকা। জানা যায়, একে অপরকে চিনতেন আগে থেকেই। তবে খুব একটা আলাপ ছিল না তাঁদের মধ্যে। ঘটনাচক্রে আলাপ হয় এবং খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় দুজনের মধ্যে। যদিও তাঁদের দুজকে একসঙ্গে দেখতে পেয়ে তাঁদের ভক্তকূল দারুণ খুশি। সম্প্রতি কফি শপে একসঙ্গে লেন্সবন্দি হয়েছেন দুজনে। ইনস্টায় ছবি পোস্ট করে শোভন লেখেন- ‘কালো কফি আর সবুজ চা’। শোভনের সঙ্গেই নাকি প্রথমবার স্টারবাকসে কফি খেতে গিয়েছেন স্বস্তিকা, সে কথা কমেন্ট বক্সে লিখেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় দুজনের পিডিএ দেখে কিন্তু এই সম্পর্কে প্রেমের গন্ধ পাচ্ছেন নেটিজেনরা। শোভনের প্রাক্তন ইমন চক্রবর্তী তো ইতিমধ্যেই নতুন জীবন শুরু করে ফেলেছেন, এবার কী শোভনের পালা? উত্তরের জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। জানা যায়, একে অপরকে চিনতেন আগে থেকেই। তবে খুব একটা আলাপ ছিল না তাঁদের মধ্যে। ঘটনাচক্রে আলাপ হয় এবং খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় দুজনের মধ্যে। যদিও তাঁদের দুজকে একসঙ্গে দেখতে পেয়ে তাঁদের ভক্তকূল দারুণ খুশি। সম্প্রতি কফি শপে একসঙ্গে লেন্সবন্দি হয়েছেন দুজনে। ইনস্টায় ছবি পোস্ট করে শোভন লেখেন- ‘কালো কফি আর সবুজ চা’। শোভনের সঙ্গেই নাকি প্রথমবার স্টারবাকসে কফি খেতে গিয়েছেন স্বস্তিকা, সে কথা কমেন্ট বক্সে লিখেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় দুজনের পিডিএ দেখে কিন্তু এই সম্পর্কে প্রেমের গন্ধ পাচ্ছেন নেটিজেনরা। শোভনের প্রাক্তন ইমন চক্রবর্তী তো ইতিমধ্যেই নতুন জীবন শুরু করে ফেলেছেন, এবার কী শোভনের পালা? উত্তরের জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।