আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেত্রী শেহনাজ গিল। সমাজ মাধ্যমের পাতায় যে ছবিটি প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা যাচ্ছে হাতে সেলাইন নিয়ে হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন অভিনেত্রী। কিন্তু হঠাৎ কী হল? কেন হাসপাতালে ভর্তি হতে হল তাঁকে?
জানা গিয়েছে, লো ব্লাড প্রেসারের সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী। হঠাৎ করেই অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি হন তিনি। অভিনেত্রীকে দেখতে হাসপাতালে যান বন্ধু করণ বীর মেহরা। শেহনাজ কেমন আছেন, তার খুঁটিনাটি সবকিছুই তিনি জানিয়েছেন সেই ভিডিয়োর মাধ্যমে।
আরও পড়ুন: ‘দ্য কেরালা স্টোরি’ পেল জোড়া জাতীয় সম্মান, বিতর্ক উঠতেই মুখ খুললেন আশুতোষ
আরও পড়ুন: জাতীয় পুরস্কার পেয়েও জারি বিতর্ক, ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
ভিডিয়োয় করণবীরকে বলতে শোনা যায়, আপনারা সবাই শেহনাজের স্বাস্থ্যের জন্য প্রার্থনা করবেন। নিজের কী অবস্থা করেছে দেখুন। দেখুন বেচারীকে। করণের কথায় হেসে ওঠেন অভিনেত্রী। তিনি বলেন, ও আমাকে হাসানোর চেষ্টা করছে।
শেহনাজের অসুস্থতার খবর প্রকাশে আসতেই উদ্বিগ্নতা প্রকাশ করেছেন ভক্তরা। অভিনেত্রীকে ভালো করে খাওয়া দাওয়া করার পরামর্শ দিয়েছেন তাঁরা। সকলের মতে, হয়তো খাওয়া দাওয়া কমে যাওয়ার ফলেই ওজন কমে যায় শেহনাজের। যার প্রভাব পড়ে স্বাস্থ্যের ওপর। তবে আগামী দিনে খাওয়া দাওয়া করলে আবার অভিনেত্রীকে আগের মতোই মিষ্টি লাগবে বলে মত অনুরাগীদের।
আরও পড়ুন: ফের ছোট পর্দায় জুটি বাঁধতে চলেছেন বিক্রম-ঐন্দ্রিলা, কোন চ্যানেলে আসবেন তাঁরা?
আরও পড়ুন: অবশেষে প্রকাশ্যে এল রাজনন্দিনীর আসল পরিচয়! আর্যর অতীত কী মেনে নেবে অপর্না?
প্রসঙ্গত, ‘বিগ বস’ চলাকালীন সকলের ভীষণ কাছের মানুষ হয়ে উঠেছিলেন অভিনেত্রী। পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের কাজ শুরু করলেও এখন তিনি বলিউডের একজন অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। কিছুদিন আগেই কলকাতায় একটি পাঞ্জাবির ছবির শুটিং শেষ করে গিয়েছেন তিনি, তাই আচমকা এইভাবে তাঁকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে বিচলিত ভক্তরা।