দেখা হওয়ার প্রায় ১৪ বছর পর বিয়ে হয় শত্রুঘ্ন সিনহা ও পুনমের। অভিনেতা যখন পাটনা থেকে পুনে আসেন, তখন তাঁর বাবা FTII পড়তে অনুমতি দেনি, বাড়ি ছেড়ে আসছিলাম, মা অজ্ঞান হয়ে গিয়েছিলেন, তাই কিছুটা আবেগতাড়িত হয়েই সেদিন ট্রেনে কেঁদেছিলেন বলে আরবাজকে জানান শত্রুঘ্ন সিনহা।
শত্রুঘ্ন সিনহা ও পুনম সিনহা
‘ট্রেনে দেখলাম সুন্দরী একটা মেয়ে কাঁদছে। ওকে হয়ত মা বকেছিল। ভাবলাম পাটনা এত সুন্দর একটা মেয়ে। অন্যদিকে বসে আমিও তখন কাঁদছিলাম। কারণ আমিও তখন বাড়ি ছেড়ে, মাকে ছেড়ে আসছি।’ স্ত্রী পুনমের সঙ্গে প্রথম সাক্ষাৎ নিয়ে কথাগুলি বলে চলেছিলেন অভিনেতা শত্রুঘ্ন সিনহা। আরবাজ খানের শোয়ে এসে শত্রুঘ্ন সিনহা বলেন, তখনও জানতাম না কী ঘটতে চলেছে। মনে হল ঈশ্বরই আমাদেরকে কাছাকাছি পাঠিয়েছেন। আমি অভিনয় করব, অভিনয় নিয়ে পড়াশোনা করব, নাকি স্ট্রাগল করব, তারপর একদিন তারকা হব এটা তখনও জানা ছিল না। পাটনা থেকে পুনে আসার পথে প্রথমবার পুনমের সঙ্গে দেখা হয়েছিল শত্রুঘ্ন সিনহা। তিনি তখন পুনেতে ভারতীয় সিনেমা ও টেলিভিশন ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য রওনা দিয়েছিলেন।
দেখা হওয়ার প্রায় ১৪ বছর পর বিয়ে হয় শত্রুঘ্ন সিনহা ও পুনমের। অভিনেতা যখন পাটনা থেকে পুনে আসেন, তখন তাঁর বাবা FTII পড়তে অনুমতি দেনি, বাড়ি ছেড়ে আসছিলাম, মা অজ্ঞান হয়ে গিয়েছিলেন, তাই কিছুটা আবেগতাড়িত হয়েই সেদিন ট্রেনে কেঁদেছিলেন বলে আরবাজকে জানান শত্রুঘ্ন সিনহা।