শাকিব খান অভিনীত তুফান গত বছর রীতিমত ঝড় তুলেছিল বক্স অফিসে। বাংলাদেশের আলফা আই এন্টারটেইনমেন্ট এবং ভারতের SVF এর প্রযোজনায় নির্মিত সেই ছবিতে ছিলেন মিমি চক্রবর্তীও। বক্স অফিসে দারুণ সাফল্য পায় ছবিটি। এবার তুফানের পর তাণ্ডব করতে আসছেন শাকিব। সঙ্গে থাকছেন কে?
আরও পড়ুন: কার্ল মার্ক্স-লেনিনের মতো কৃষ্ণকে দেখতে চান নচিকেতা! বললেন, 'আমি বামপন্থী ছিলাম, আজও আছি...'
তাণ্ডব ছবির ঝলক
এদিন তাণ্ডব ছবির ঝলক প্রকাশ্যে এল। আর ঝলকেই স্পষ্ট যে এটি একটি দুর্ধর্ষ অ্যাকশন ছবি হতে চলেছে। ১ মিনিট ৪১ সেকেন্ডের ঝলকে দেখা গেল শহর জুড়ে থমথমে পরিবেশ। আর এক দল মানুষ মুখে বাঁদরের মুখোশ পরে দাপিয়ে বেড়াচ্ছে। আর তাঁদেরই অন্যতম হলেন শাকিব খান। কিন্তু এঁরা কারা? কী উদ্দেশ্য তাঁদের? টিজার থুড়ি এই ছবির নির্মাতাদের কথায় তাণ্ডব একটি ইভেন্ট, আর সেটার পূর্বাভাসে এক ঝলক দেখা মিলল জয়া আহসানের। তবে তাঁর চরিত্রটা ঠিক কী সেটা বোঝা গেল না। টিজারে নজর কাড়ল ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে দুর্দান্ত র্যাপ।
আরও পড়ুন: 'পালিয়ে বিয়ে করিনি, আমরা...', 'ভুল' খবরে আখেরে লাভ হয়েছিল সৌরভ-ডোনার! কেন এমন বললেন মহারাজ ঘরণী?
চলতি বছরের কুরবানি ইদের দিন মুক্তি পাবে তাণ্ডব। এই ছবিটির পরিচালনা করেছেন রায়হান রাফি। প্রযোজনার দায়িত্বে SVF এবং আলফা আই এন্টারটেইনমেন্ট। এই ছবির বিষয়ে পরিচালক জানিয়েছেন, 'আমরা এটাকে পূর্বাভাস বলছি কারণ ভূমিকম্প আসতে চলেছে। তাণ্ডব খালি একটা ছবি নয়, এটা প্রকৃতির একটি শক্তি। তাই পূর্বাভাসের থেকে ভালো শব্দ হয় না।'
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, রায়হান রাফি এবং শাকিব খানের জুটি এর আগেও একাধিক হিট দিয়েছে। তাঁদের গত বছর মুক্তি পাওয়া তুফান ছবিটি বক্স অফিসে যেমন সফল তেমন এই ছবির গানও দারুণ ভাবে সাড়া ফেলেছিল মানুষের মনে।
আরও পড়ুন: চুক্তি হওয়ার পর ছবি থেকে সরানো হয় মৌসুমীকে! কার কথায় বরসাত কী এক রাত থেকে বাদ পড়েন?