
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
আমির খানের ছবি 'সিতারা জামিন পর'-এর স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির ছিলেন শাহরুখ খান ও সলমন খান। আগামী ২০ জুন সিনেমাহলে মুক্তি পাবে আমির খানের ছবি 'সিতরে জমিন পর'। ছবির স্ক্রিনিংয়ে অনেক তারকাই হাজির হলেও চর্চায় বিষয় ছিল বলিউডের তিন খানের একসঙ্গে দেখা পাওয়া। সলমন খান ও আমির খানের সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া ভিডিওতে সল্লুকে ছবিটির প্রশংসা করতে দেখা যায়। পাপারাৎজি ও আমির খানের সঙ্গেও হাসি-ঠাট্টা করতে দেখা যায় তাঁকে। একটি ভিডিওতে দেখা যায়, সলমন পাপারাৎজিদের মজাকরে বলেন, 'এখন আমি ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু আপনারা ইন্টারভিউ নিচ্ছেন না।'
সলমন খানের এই ভিডিওটি নেটিজেনদের থেকে অনেক লাইক এবং কমেন্ট পেয়েছে। একজন নেটিজেন তাঁদের উদ্দেশ্যে লিখেছেন- ‘আমরা এই বন্ধুত্ব ভাঙব না।’ আরেকজন নেটিজেন লিখেছেন- 'বেস্ট ফ্রেন্ডস'। অনেকেই আবার হার্ট এবং ফায়ার ইমোজি দিয়ে ভিডিওটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন।
আরও পড়ুন-হাউসফুল ৫ বক্স অফিস: মুক্তির দিন ঝোড়ো ব্যাটিং, তারপর আয় কত হল অক্ষয়ের এই ছবির
একই সঙ্গে শাহরুখ খানের একটি ভিডিয়োও সামনে এসেছে। এই ভিডিওতে শাহরুখ খানকে উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে। আমির খান ও গৌরী তাঁর জন্য অপেক্ষা করছিলেন। শাহরুখের এই ভিডিও নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ভক্তরা। একজন নেটিজেন বলিউড বাদশার জন্য রেসপেক্ট বটন দিয়েছেন, অন্য একজন নেটিজেব লিখেছেন- কিং ইজ কিং। অনেকই আবার হার্ট ইমোজি দিয়ে ভিডিওতে ভালোবাসা প্রকাশ করেছেন।
ভিকি কৌশল, রেখা, হিমেশ রেশমিয়া, ইমরান খান, জুনেইদ খান, তামান্না, আমির খানের মেয়ে ইরা এবং জামাই নূপুর এর মতো আরও অনেকেই ‘তারে জমিন পর’-এর বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন।
৳7,777 IPL 2025 Sports Bonus