মলদ্বীপে ছুটি কাটিয়ে ফিরেছেন শাহিদ কাপুর এবং মীরা রাজপুত। সঙ্গে ছিল দুই ছেলেমেয়ে। সেখানের একের পর এক ছবি শেয়ার করে চলেছেন দুজনে। নির্জন দ্বীপের সমুদ্র সৈকত থেকে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেছেন মীরা। তেমনি স্ত্রী মীরারও মজার ভিডিয়ো শেয়ার করতে দেখা গেছে শাহিদকে। ক্যামেরার সামনে সবুজ রঙের পোশাক মাথা দিয়ে গলানোর চেষ্টা করছেন মীরা। সেই ভিডিয়ো সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন শাহিদ। সেলফি ক্যামেরায় তোলা ভিডিয়োতে নিজের মুখও দেখাচ্ছেন অভিনেতা। চোখে রোদচশমা পরে স্ত্রীর কাণ্ড দেখে হাসছেন তিনি। ভিডিয়ো পোস্ট করে ক্যাপশনে শাহিদ লিখেছেন, ‘লেজেন্ড’। আর এই ভিডিয়োর নীচে কমেন্টে মীরা লেখেন, ‘দ্য হেল! শুধু অপেক্ষা করো আর দ্যাখো’। ভিডিয়োটি তাঁদের সম্প্রতি মলদ্বীপ ছুটি কাটানোর মুহূর্তে তোলা। গত সপ্তাহে মলদ্বীপ থেকে ছুটি কাটিয়ে ফিরে এসেছেন তারকা দম্পতি। এখনও ট্রিপের ছবি এবং ভিডিয়ো সামাজিক মাধ্যমে শেয়ার করছেন তাঁরা। আর এই ভিডিয়ো দেখে মজা লুটছে নেটিজেন।