জাতীয় পুরস্কার পাওয়ার পর, যাঁরা তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন, তাঁদের মজার ছলে জবাব দিয়েছেন শাহরুখ খান। শাহরুখ খানের দেওয়া শশী থারুরের টুইটের জবাব এখন ভাইরাল। কঠিন ইংরেজিতে টুইট না লেখার জন্য শশী থারুরকে ধন্যবাদ জানিয়েছেন কিং খান।
থারুর অবশ্য খুব সহজ ভাষাতেই জাতীয় পুরস্কার জয়ের জন্য শাহরুখকে অভিনন্দন জানান। ৭১তম জাতীয় পুরস্কারে 'জওয়ান' ছবির জন্য জীবনের প্রথম পুরস্কার পেয়েছেন শাহরুখ খান।
শশী থারুরকে শাহরুখের জবাব:
শশী থারুর লিখেছেন, ‘ন্যাশনাল ট্রেজার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল। অভিনন্দন শাহরুখ খানকে।’ আর জবাবে শাহরুখ খান অবশ্য চলে গেলেন শশি থারুর মোডেই। বেশ হাই-ফাই ইংরেজি ব্যবহার করে লিখলেন, ‘এত সহজ ভাষায় প্রশংসা করার জন্য ধন্যবাদ শশী থারুরকে। জটিল, কঠিন ভাষা আমি আবার বুঝতে পারি না।’
এই টুইটে magniloquent এবং sesquipedalian শব্দ দুটি ব্যবহার করেন শাহরুখ খান। অক্সফোর্ড ডিকশনারির মতে magniloquent কথাটর অর্থ হল নিজের কথাকে চিত্তাকর্ষক করতে জাঁকজমকপূর্ণ শব্দ ব্যবহার করা। আর sesquipedalian কথাটি বোঝায় দীর্ঘ, জটিল শব্দের ব্যবহারকে, অথবা এমন কাউকে যিনি নিজের বক্তৃতায় বা লেখায় এই জাতীয় শব্দ ব্যবহার করে থাকেন।
জওয়ান, যে ছবিটি শাহরুখকে ৩৩ বছরের কেরিয়ারে প্রথম জাতীয় পুরস্কার এনে দিয়েছিল, সেটি ২০২৩ সালের একটি সফল ব্লকবাস্টার। ছবিটি পরিচালনা করেছিলেন অ্যাটলি এবং এতে শাহরুখ খান দ্বৈত ভূমিকায় অভিনয় করেছিলেন। বাবা ও ছেলের চরিত্রে দেখা যায় শাহরুখ খানকে।
শাহরুখ খানের সঙ্গে এই ছবিতে নয়নতারা এবং বিজয় সেতুপতি মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। দীপিকা পাড়ুকোন ছোট শাহরুখ খানের মায়ের ভূমিকায় একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন।
শাহরুখ খান বর্তমানে তার পরবর্তী ছবি ' কিং' -এর কাজ নিয়ে ব্যস্ত , যেখানে তার মেয়ে সুহানাও অভিনয় করছেন। এবং দীপিকা পাড়ুকোন এবং অভিষেক বচ্চনও অভিনয় করছেন।
খবর অনুযায়ী, 'কিং' ছবির সেটে শাহরুখের হাতে সামান্য চোট লাগে। যদিও বর্তমানে সুস্থ হয়ে উঠছেন।