চলতি সপ্তাহের গোড়াতেই মুক্তি পেয়েছে শাহরুখ খানের আসন্ন ছবি ‘জওয়ান’-এর ‘প্রিভিউ’ (Jawan Prevue)। ‘ভিলেন’ শাহরুখকে দেখে মুগ্ধ দর্শক। ন্যাড়া মাখায় মেট্রোর ভিতর শাহরুখের ‘বে-করার’ গানে নাচ দেখে তো ভক্তদের মন উথাল-পাথাল। ‘জওয়ান’-এর প্রথম ঝলকে মজে গোটা দেশ, এর মাঝেই বৃহস্পতিবার টুইটারে ভক্তদের সঙ্গে জমিয়ে আড্ডা দিলেন বাদশা। সঙ্গে মোক্ষম জবাব দিলেন নিন্দকদের। আরও পড়ুন-মেট্রোয় ন্যাড়া মাথাতেও হিট শাহরুখ, এর মাঝেই জওয়ানের নতুন গানের শ্যুটিংয়ে বাদশা
আজকাল সময় পেলেই টুইটারে #AskSRK সেশন-এর আয়োজন করে থাকেন শাহরুখ। সুযোগ পেয়ে অনেক ‘জবরা ফ্যান’ শাহরুখকে মনের কথা বলতে ঝাঁপিয়ে পড়েন, কেউ কেউ আবার অভিনেতাকে কটাক্ষও করে বসেন। এদিনই এক ট্রোলার শাহরুখকে প্রশ্ন করেন, অভিনেতা কি হল ভরাতে নিজের ছবির টিকিট নিজেই কেনেন? এমন প্রশ্ন শুনে ঠাণ্ডা মাথায় মজাদার আর মোক্ষম জবাব দেন ‘পাঠান’। লেখেন- ‘তুমি কি নিজে কাজ করে, নিজেই নিজেকে পারিশ্রমিক দাও?’

লা-জবাব শাহরুখ
এছাড়াও জওয়ান নিয়ে আরও অনেক মজাদার তথ্য এদিন সামনে আনেন শাহরুখ। এক ভক্ত জানতে চায়, ‘জওয়ান’-এর প্রিভিউ দেখে শাহরুখ-পত্নীর কী প্রতিক্রিয়া? অভিনেতা জানান- ‘গৌরীর এটা দেখে ভালো লেগেছে যে নারীরা ক্ষমতাশালী তা এখানে উঠে এসেছে’। অন্যদিকে ছোট ছেলে আব্রামের এই ছবির মিউজিক খুব ভালো লেগেছে তাও ফাঁস করেন শাহরুখ।
এদিন ‘জওয়ান’-এর নতুন পোস্টারও প্রকাশ্যে আনেন কিং খান। সঙ্গে জানান খুব শীঘ্রই সিনেমা হলে দেখা হবে ভক্তদের সঙ্গে। জানা গিয়েছে, এই মুহূর্তে ‘জওয়ান’-এর একটি স্পেশ্যাল গানের শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন শাহরুখ। মুম্বইয়ের যশ রাজ স্টুডিওতেই চলছে শ্যুটিংয়ের কাজ। ভিডিয়োয় সুপারস্টারের সঙ্গী হবেন নায়িকা নয়নতারা, সানিয়া মালহোত্রা-সহ ছবির পুরো গার্ল গ্যাং। অনিরুদ্ধের কম্পোজ করা এই গান কোরিওগ্রাফ করছেন বৈভবী মার্চেন্ট।
বছরের শুরুতেই শাহরুখ জানিয়েছিলেন, ‘কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে, মৌসম বিগড়নেওয়ালা হ্যায়’, সেই মতো দেশের বক্স অফিসে উঠেছিল ‘পাঠান’ ঝড়। চলতি বছরের সবচেয়ে ব্যবসা সফল ছবি এটি, যা বিশ্ব বক্স অফিসে ১০০০ কোটির গণ্ডি ছাড়িয়েছে। এবার পালা ‘জওয়ান’-এর। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’। হিন্দি ছাড়া আরও তামিল, তেলুগু, মালায়ালি ভাষায় মুক্তি পাবে। এই ছবির সঙ্গেই প্রথমবার আক্ষরিক অর্থে প্যান ইন্ডিয়ায় মুক্তি পাচ্ছে শাহরুখের ছবি। ২০২৩ আক্ষরিক অর্থেই শাহরুখ খানের বছর হতে চলেছে। পাঠান ও জওয়ান-এর পর চলতি বছর শেষে ‘ডাঙ্কি’ নিয়ে হাজির হবেন তারকা। সেই ছবিতে প্রথমবার রাজ কুমার হিরানির সঙ্গে জুটিতে কিং খান। ক্রিসমাসে মুক্তি পাবে ‘ডাঙ্কি’।