জানা যাচ্ছে. আদিত্য চোপড়া ও তাঁর দল গতবছর থেকে পাঠান ২-এর চিত্যনাট্যে কাজ শুরু করেছেন। পাঠান ২কে টেন্টপোল স্পাই ফিল্ম হিসাবে ডিজাইন করা হয়েছে। যেখানে আরও বেশি অ্যাকশন দৃশ্য থাকবে। এটা YRF স্পাই ইউনিভার্সের টাইমলাইনকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। পাঠান-২তে টাইগার বনাম পাঠান যুদ্ধ দেখানো হবে।
আসছে পাঠান-২
কোভিড পরবর্তী সময়ে একেরপর এক ছবি ফ্লপ। একপ্রকার মুষড়ে পড়েছিল হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি। সেই খরা কাটিয়ে ২০২৩-এ আবারও সাফল্যের মুখ দেখে বলিউড। কৃতিত্বটা অবশ্যই খোদ কিং খান শাহরুখকে দিতে হয়। ২০১৮-র পর দীর্ঘ খরা কাটিয়ে 'পাঠান'-এর হাত ধরেই ফের পর্দায় ফেরেন শাহরুখ। 'বাদশা'র নিজস্ব করিশ্মাতেই 'পাঠান' ব্লকবাস্টার। হিন্দি ছবির সব রেকর্ড ভেঙে দিয়েছিল শাহরুখের এই ছবি।
পিঙ্কভিলা-র প্রতিবেদন বলছেন, YRF স্পাই ইউনিভার্সের টাইমলাইনে বড় মোড় -হতে চলেছে ‘পাঠান-২’। যেখানে টাইগার বনাম পাঠানের লড়াই দেখানো হবে। 'পাঠান' চরিত্রে দর্শকরা শাহরুখ খানের প্রত্যাবর্তন চান, আর সেকথা মাথায় রেখেই প্রযোজনা সংস্থার তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৩-এ 'পাঠান' মুক্তির পর এটা YRF-এর স্পাই ইউনিভার্সের একটা স্বতন্ত্র ফ্র্যাঞ্চাইজি হয়ে উঠেছে।
জানা যাচ্ছে. আদিত্য চোপড়া ও তাঁর দল গতবছর থেকে পাঠান ২-এর চিত্যনাট্যে কাজ শুরু করেছেন। পাঠান ২কে টেন্টপোল স্পাই ফিল্ম হিসাবে ডিজাইন করা হয়েছে। যেখানে আরও বেশি অ্যাকশন দৃশ্য থাকবে। এটা YRF স্পাই ইউনিভার্সের টাইমলাইনকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। পাঠান-২তে ভবিষ্যতের টাইমলাইনে টাইগার বনাম পাঠান যুদ্ধ দেখানো হবে।