২০২৩ সালে পরপর ৩টে হিট দিয়েছেন শাহরুখ খান। এর মধ্যে দুটো সিনেমা পাঠান আর জওয়ান ৫০০ কোটির ঘর পেরিয়েছে। আর ডিসেম্বরে মুক্তি পাওয়া রাজকুমার হিরানি পরিচালিত ডাঙ্কি পৌঁছেছিল ৩০০ কোটির ঘরে। তবে তারপর থেকে এখনও নিজের পরের প্রোজেক্টের ঘোষণা করেনি কিং খান নিজে। ভক্তদের অধীর অপেক্ষা এখনও বর্তমান।
তবে এরই মাঝে দেখা পাওয়া গেল কিং খানের। লন্ডনে পরিবারের সঙ্গে ছবি কাটাচ্ছেন তিনি। গত সপ্তাহেই ইংল্যান্ডে উড়ে গিয়েছিলেন শাহরুখ। আর সেখানেই পরিবারের সঙ্গে ক্রিকেট খেলতে দেখা গেল কিং খানকে।
আরও পড়ুন: শাহরুখ-সলমন নন! এই অভিনেতাকে বিয়েতে আমন্ত্রণ জানাতে নিজে হাজির অনন্ত আম্বানি
নীল টি শার্ট, টর্নড জিন্স পরে থাকতে দেখা গেল অভিনেতাকে। মাথায় টুপি দিয়ে করছেন ফিল্ডিং। মাঠে রয়েছেন সুহানা খানও। যাকে দেখা গেল উইকেটের সামনে ব্যাট হাতে। মেয়ে-বাবার জুটি পুরোপুরি স্পোর্টি মুডে।
আরও পড়ুন: কার্গিল যুদ্ধে ভারতীয় সেনার অংশ ছিলেন জাতীয় পুরস্কার জয়ী এই বলি-অভিনেতা, বলুন তো কে?
খান পরিবারের ডে আউটের এই ছবিতে দেখা পাওয়া গেল দিদা সবিতা ছিব্বারকে। তিনি গৌরী খানের মা, শাহরুখ খানের শাশুড়ি। অনেক আগেই মা-বাবাকে হারিয়েছেন শাহরুখ। দিদি যদিও থাকে কিং খানের সঙ্গেই। তবে, শ্বশুরবাড়ির আশীর্বাদ এখনও রয়েছে তাঁর মাথার উপরে।
এক নেটনাগরিক মন্তব্যে লিখলেন, ‘বেচারা শাহরুখ। বাবাদের সব সময় ফিল্ডিং করেই শান্ত থাকতে হয়। আমার মেয়েও এমনটাই করে আমার সঙ্গে’। দ্বিতীয় জনের মন্তব্য, ‘সত্যিকারের ফ্যামিলি ম্যান। আই লাভ ইউ স্যার’। তৃতীয়জন লেখেন, ‘সিনেমার কাজ শুরু করুন প্লিজ। আমরা আর পারছি না অপেক্ষা করতে। জলদি হলে গিয়ে শাহরুখ শাহরুখ চিৎকার করতে চাই।’
আরও পড়ুন: নায়িকা যখন নেত্রী! লোকসভা সদস্য হিসাবে সাদা শাড়ি আর ব্লাউজে শপথ নিলেন কঙ্গনা
খবর রয়েছে, শাহরুখ কাজে ফিরবেন ‘কিং’ দিয়ে। যেখানে প্রথমবার তিনি স্ক্রিন শেয়ার করবেন কন্যা সুহানা খানের সঙ্গে। এটাই হতে চলেছে বাদশার মেয়ের বড় পর্দায় প্রথম কাজ। যদিও বলিউডে ডেবিউ করে ফেলেছেন সুহানা খান ২০২৩ সালেই। জোয়া আখতারের পরিচালনায় নেটফ্লিক্সের জন্য কাজ করেন ‘দ্য আর্চিজ’-এ। তবে সেটি সেভাবে দর্শক মনে ছাপ ফেলে যেতে পারেনি। সুহানার অভিনয় দক্ষতা নিয়েও কম কটাক্ষ হয়নি। এখন দেখার, মেয়ের ডুবতে থাকা নৌকা বাঁচাতে পারেন কি না শাহরুখ তাঁর স্টারডম দিয়ে।