অক্ষয়ের কেরিয়ারের মোড় ঘুরবে ২০২৩ সালে এমনটাই আশা করা হয়েছিল। কারণ ২০২২ সালে বক্স অফিসে সাফল্যের মুখ দেখা হয়নি খিলাড়ি কুমারের। তবে সেই আশাতেও জল ঢেলেছে সেলফি। প্রথমদিন অর্থাৎ শুক্রবারে আয় হয়েছে মাত্র ২.৫৫ কোটি। যা খিলাড়ি অভিনেতার বিগত ১৪ বছরের সবচেয়ে খারাপ ওপেনিং। তাঁর সর্বনিম্ন প্রথম দিনের আয় আপাতত যে সিনেমাটির তা হল ‘৮ x ১০ তসভির’। মুক্তি পেয়েছিল ২০০৯ সালে এবং ওপেনিং ছিল ১.৮৯ কোটি।
শনিবার সকালের দিকে তরণ আদর্শ যে টুইট করেছিলেন তাতে ব্যবসার অঙ্ক ছিল ১.৩০ কোটি। দিনের শেষে তিনি নিয়ে আসেন সেলফির মোট আয় শুক্রবারে গোটা দেশের বক্স অফিস থেকে। লেখেন, ‘#Selfiee-এর একটি বিপর্যয়কর দিন ১… গোটা ইন্ডাস্ট্রির কাছে শক ওয়েভ… এমন একটি সিনেমার সবচেয়ে কম অঙ্ক দিয়ে শুরু, যার সঙ্গে বেশ কয়েকটি বড় নাম জুড়ে আছে… শুক্রবার ২.৫৫ কোটি। ভারত বিজ…’
সেলফি হল মালয়ালম সিনেমা ড্রাইভিং লাইসেন্সের অফিসিয়াল হিন্দি রিমেক। মূল ছবিতে পৃথ্বীরাজ এবং সুরজ ভেঞ্জারমুডু ছিলেন। তাদের ভূমিকা অক্ষয় কুমার এবং ইমরান হাশমি যথাক্রমে একজন সুপারস্টার এবং একজন পুলিশ হিসেবে এই ছবিতে কাজ করেছেন। আরও রয়েছেন নুসরাত ভারুচা ও ডায়ানা পেন্টি। সিনেমাটি করণ জোহরের ধর্ম প্রোডাকশন এবং ম্যাজিক ফ্রেম, পৃথ্বীরাজ প্রোডাকশন, কেপ অফ গুড ফিল্মস এবং স্টার স্টুডিও দ্বারা নির্মিত। পরিচালনায় গুড নিউজ-খ্যাত পরিচালক রাজ মেহতা।
মাসখানেক ধরেই নেটিজেনদের নিশানায় আছেন অক্ষয়। আর সেলফি-র এত খারাপ ওপিনিং আসতে তা যেন আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে ক্রমাগত ট্রোল করা হচ্ছে। এমনকী, অক্ষয়ের তুলনা টানা হচ্ছে আজকাল ‘ফ্লপ কুইন’ কঙ্গনা রানাওয়াতের সঙ্গে। যা নিয়ে শনিবারই প্রতিক্রিয়া জানিয়েছিলেন অভিনেত্রী। ইনস্টা স্টোরিতে কঙ্গনা একটি সংবাদ প্রতিবেদনের স্ক্রিনশট শেয়ার করে নেন। যেখানে অক্ষয় কুমারকে তাঁর সঙ্গে তুলনা করা হয়েছে একের পর এক ফ্লপ দেওয়া নিয়ে। সেই সংবাদের ক্যাপশন ছিল, ‘কঙ্গনা রানাওয়াতের পুরুষ সংস্করণ! সেলফি ফ্লপ করা নিয়ে নেটিজেনদের প্রতিক্রিয়া, অক্ষয়ের ৬ নম্বর সিনেমা যা চলল না’। আর এখানে কঙ্গনা লেখেন, ‘আমি সেলফি ফ্লপ হওয়ার খবর খুঁজছিলাম। আর তাতেও আমাকে নিয়ে খবর পেলাম… এটাও আমার ভুল’। সঙ্গে কতগুলো হাসির ইমোজি। এরপর জুড়ে দেন, ‘বাহ ভাই করণ জোহর (শুভেচ্ছা)।’