রবিবার প্রকাশ্যে এল অক্ষয় কুমার ও ইমরান হাসমির ‘সেলফি’র ফার্স্ট লুক মোশন পোস্টার। যা শেয়ার করে অক্ষয় জানালেন ছবিমুক্তির তারিখ। অক্ষয় তাঁর টুইটে লিখলেন, ‘ভক্তরা তারকা বানায়। ভক্তরা ভাঙতেও পারেন তারকাকে! একজন ভক্ত তাঁর আইডলের বিরুদ্ধে গেলে কী হয় তা দেখুন। ২৪ ফেব্রুয়ারি সিনেমা হলে #সেলফি দেখুন।’
ইমরান হাশমি টুইট করেছেন, ‘এক সুপারস্টার, এক সুপারফ্যান। এটা জুটি না প্রতিদ্বন্দ্বিতা? দেখুন সেলফি-তে। ২৪ ফেব্রুয়ারি সিনেমা হলে মুক্তি পাচ্ছে। ধর্মা প্রোডাকশন লিখেছে, 'সুপারস্টার অর সুপারফ্যানের এমনি কাহানি, আপনি আগে শোনেননি! ২৪ ফেব্রুয়ারি সিনেমা হলে দেখুন সেলফি।’ এই প্রথম পর্দায় একসঙ্গে দেখা যাবে অক্ষয় কুমার আর ইমরান হাসমিকে। তাঁদের বিপরীতে দেখা যাবে দুই নায়িকা নুসরত ভারুচা ও ডায়ানা পেন্টিকে। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজ মেহতা। মালয়ালম ছবি ‘ড্রাইভিং লাইসেন্সে’র হিন্দি রিমেক এটি। আরও পড়ুন: ছেলের নাম করে কাজের লোক তাঁর ফোন চুরি করে ইনস্টায় লিখেছে ‘বাজে মা’, দাবি শার্ক নমিতার
দেখুন আপনিও সেলফির মোশন পোস্টার--
তবে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া চোখে পড়ছে। একজন লিখেছেন, ‘দেখে তো মনে হচ্ছে এসআরকে-র ফ্যান ছবির গল্প টুকে দিয়েছে খিলাড়ি ভাইয়া।’ দ্বিতীয়জন লিখেছেন, ‘এটি হবে অক্ষয় কুমারের ৯০তম দুর্যোগ... ২০২২ সালের ১০ নম্বর বিপর্যয়... ২০২৩ সালে এরকম আরও ১০টি লোড হচ্ছে।’ তৃতীয়জন লিখলেন, ‘এবার সবচেয়ে বড় ফ্লপ নিয়ে আসবেন ফ্লপের দেবতা। চাঙ্কি পাণ্ডেও এখন এর থেকে বড় তারকা। আপনি রিটায়ারমেন্ট নিয়ে নিন @অক্ষয় কুমার।’ আরও পড়ুন: বিউটি উইথ ব্রেন! কোন প্রশ্নের জবাব দিয়ে মিস ইউনিভার্স হলেন আর'বনি গ্যাব্রিয়েল?
প্রসঙ্গত, ২০২২ সালে পাঁচটা ছবি এসেছে অক্ষয় কুমারের। যার মধ্যে একটা ওটিটি-তে, কাঠপুতলি। Ormax রিপোর্ট অনুযায়ী, গত বছর সবচেয়ে বেশি দেখা হিন্দি ছবি ছিল ‘কাটপুতলি’। বাদবাকি সূর্যবংশী, সম্রাট পৃথ্বীরাজ, রক্ষা বন্ধন আর রাম সেতু- হাল খুব খারাপ। দিওয়ালিতে রাম সেতু মুক্তি পেয়েছিল হলে। রামায়ণ-রাবণ-বানর সেনা-রামের ইমোশনে প্রথম দুদিন হলে খুব লোক হলেও, ধীরে ধীরে তা কমতে থাকে। ফলে এই ছবিও ১০০ কোটির ঘর ছুঁতে ব্যর্থ হয়।
আপাতত তাঁর হাতে রয়েছে বড়ে মিঞা ছোটো মিঞা, সেলফি, ওএমজি ২, খেল খেল ম্যায়, ক্যাপসুল গিল-এর মতো ছবি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক