সারেগামাপা-২০২৪ শেষ, তবে এখনও চর্চায় রয়েছেন শোয়ের সেরা প্রতিযোগীরা। বিশেষ করে শুরু থেকেই শ্রোতা-দর্শকদের মন কেড়েছিলেন অতনু, ময়ূরী, সাঁই, আরাত্রিকা, অনীকরা। তাই তাঁদের নিয়ে দর্শকদের এখনও আলাদা আগ্রহ রয়েছেই। বিশেষ করে প্রতিযোগিতায় সেরা যিনি হয়েছেন সেই দেয়াশিনীকে নিয়ে আলাদা আগ্রহ থাকবে বৈকি।
তবে রিয়েলিটি শো শেষে আপাতত যে যার নিজেদের বাড়িতেই ফিরে গিয়েছেন প্রতিযোগীরা। দেয়াশিনীও রয়েছেন তাঁর নদিয়ার মদনপুরের বাড়িতে। 8 মার্চ, সোমবার সকাল সকাল দেয়াশিনীর মদনপুরের বাড়িতে ভিড় জমিয়েছিলেন অনেকেই। কারা এরা?
দেয়াশিনীর পোস্ট থেকেই জানা যাচ্ছে, ‘Women’s Day তে (নারী দিবসে) মদনপুর সগুনা গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য এবং আমাদের ব্লকের সভানেত্রী Sangeeta aunty আমার বাড়ি এসে শুভেচ্ছা জানালেন ও সম্বর্ধনা দিলেন! এবং সকল সদস্য সদস্যা রা অনেক ভালোবাসা আশীর্বাদ জানালেন’।
আরও পড়ুন-‘কী হেরে ফিরে গেলে তো… সেদিন ওই কথাটায় খুব কষ্ট পেয়েছিলাম’, কতঘণ্টা রেওয়াজ করতেন দেয়াশিনী?
আরও পড়ুন-সারেগামাপা জয়, তবু মদনপুরে ফিরে কেন অঝোরে কাঁদলেন দেয়াশিনী?