বাংলা নিউজ > বায়োস্কোপ > Albert Kaboo 2nd Baby: মেয়ে হারানোর যন্ত্রণার মাঝেই হাসি ফুটল, ফের বাবা হচ্ছেন সারেগামাপা বিজয়ী, প্রেগন্যান্ট কাবো-পত্নী
২০২৩ সালের ৪ঠা জুলাই আকাশ ভেঙে পড়েছিল গায়ক অ্যারবার্ট কাবো ও তাঁর পরিবারের মাথায়। ৮ মাসের কন্যা সন্তান এভিলিনকে হারিয়েছিলেন জি বাংলা সারেগামাপা খ্যাত সঙ্গীতশিল্পী। সন্তানের মৃত্যু শোক বুকে চেপেই জি টিভির সারেগামাপা-র মঞ্চে পৌঁছেছিলেন তিনি, সবসময় বরের হাত শক্ত করে ধরেছিলেন পূজা। বছর ঘুরতেই হাসি ফুটল দম্পতির মুখে। ফের পূজার কোল আলো করে আসছে সন্তান। আরও পড়ুন-'মেয়ের মৃত্যুর পর গান গাওয়া ছেড়ে দিয়েছিলাম,পূজা না থাকলে…', HT Bangla-য় অকপট কাবো