
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
ধর্মা প্রোডাকশন মানেই করণ জোহর। দুই যেন সমার্থক শব্দ। তবে এবার মনে হচ্ছে সেখানে বদল আসতে চলেছে। সারেগামা ইন্ডিয়া লিমিটেডের তরফে উক্ত প্রযোজনা সংস্থার একটি বিরাট স্টেক কিনে নেওয়া হবে বলেই কানাঘুষোয় শোনা যাচ্ছে। আপাতত গোটা বিষয়টাই চর্চার পর্যায় রয়েছে।
আরও পড়ুন: 'টেক্কায় আইটেম সং আছে?' প্রশ্ন শুনেই হেসে খুন দেব! কেন বললেন, 'ভুল জায়গায় জেগে উঠেছ...'
সঞ্জীব গোয়েঙ্কা অধিকৃত মিউজিক লেবেল সারেগামা ইন্ডিয়া লিমিটেডের তরফে বর্তিকা করণ জোহরের সঙ্গে কথাবার্তা চলছে। হয়তো এই মিউজিক লেবেলের তরফে ধর্মা প্রোডাকশন হাউজের একটা বিরাট স্টেক কিনে নেওয়া হবে। তবে গোটা বিষয়টাই এখন প্রাথমিক স্টেজে আছে। বাস্তবায়িত হতে পারে এই ডিল আবার নাও হতে পারে। এমনটাই লাইভ মিন্টের তরফে জানানো হয়েছে।
আরও পড়ুন: 'ওর কাছে বায়না করেছি...' দেবীপক্ষ শুরু হতেই পুজোর আমেজে নুসরত, যশের কাছে আবদার করে কী চাইলেন?
এই চর্চা তখনই প্রকাশ্যে এল যখন জানা গিয়েছে এই প্রযোজনা সংস্থা একাধিক সমস্যার সম্মুখীন হয়েছে, যেমন বক্স অফিসে ছবির তেমন সাড়া না পাওয়া, অভিনেতাদের বাড়তে থাকা চাহিদা, ইত্যাদি। তাই সমস্যা মিটিয়ে কাজের জন্য বাইরের থেকে অন্যান্য অনেক প্রযোজনা সংস্থার মতোই ধর্মা প্রোডাকশন বিনিয়োগ চাইছে বলেই অনুমান করা হচ্ছে।
ধর্মা প্রোডাকশন হাউজের প্রযোজনায় সদ্য মুক্তি পেয়েছে কিল, ব্যাড নিউজ, যোদ্ধা, মিস্টার অ্যান্ড মিসেস মাহি। আগামীতে মুক্তি পেতে চলেছে আলিয়া ভাট অভিনীত জিগরা। গত ২৪ সেপ্টেম্বর একটি সাক্ষাৎকারে করণ জোহর জানিয়েছিলেন কিল ছবিতে একটুখানির জন্য অভিনয় করতে অনেক অভিনেতাই নাকি বাজখাই দাম চেয়েছেন।
আরও পড়ুন: দীপাবলিতে রামায়ণের ঝলক দেখাতে আসছে সিংঘম এগেন! ধুন্ধুমার অ্যাকশন অজয় - দীপিকা - রণবীরদের
এই বিষয়ে জানিয়ে রাখি ২০২২-২৩ অর্থবর্ষে ধর্মা প্রোডাকশন হাউজ ১০ কোটি ৬৯ লাখ টাকা লাভ করেছে। অন্যদিকে সারেগামার লাভের অঙ্ক প্রায় ২০ গুণ। ঐ একই অর্থবর্ষে তাঁরা প্রায় ১৮৫ কোটি ১ লাখ টাকা আয় করেছে।
৳7,777 IPL 2025 Sports Bonus