প্রতি বছর খুব সাধারণ ভাবে নিজের জন্মদিন পালন করতে পছন্দ করেন সারা তেন্ডুলকর। গত ১২ অক্টোবর ২৬ বছরে পা দিয়েছে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ব্যাটিং তারকা সচিন তেন্ডুলকরের মেয়ে। জন্মদিনে তাঁর প্রিয় কালো রঙের পোশাকে দেখা গিয়েছে সারাকে।
জন্মদিন সেলিব্রেশনের ঝলক ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করেছেন সচিন কন্যা। ছবিতে ২৬ সংখ্যা লেখা রুপোলি রঙের বেলুন হাতে ধরেছেন সারা। মুখে তাঁর উজ্জ্বল হাসি। অফ শোল্ডার কালো গাউনে ধরা দিয়েছেন। জন্মদিনের ছবি পোস্ট করে সারা লিখেছেন, ‘২৬। সবাইকে ধন্যবাদ যারা আমার দিন এবং বছরটা সুপার সুপার স্পেশাল করে তুলেছেন’। আরও পড়ুন: গোলাপি উরুচেরা গাউনে উষ্ণতামাখা অবতারে খুশি, ঘুম ওড়ালেন ভক্তদের
মুম্বইয়ে জন্ম সারার। ধীরুভাই আম্বানি আন্তর্জাতিক স্কুল থেকে পড়াশোনা সম্পূর্ণ করেন। লন্ডনে ইউনিভার্সিটি কলেজ, লন্ডন থেকে মেডিসিনে স্নাতক হয়েছেন। সারা এমনিতেই তাঁর নজরকাড়া স্টাইলের জন্য পরিচিত। জনপ্রিয় সংস্থার হয়ে মডেলিংয়ে নিজের কেরিয়ার শুরু করেন। পড়াশোনার পাশাপাশি পেশাদার দুনিয়ায় তাঁর যাত্রা শুরু করেছেন।
কেন মেয়ের নাম সারা রেখেছেন সচিন
১৯৯৬-এ বিশ্বকাপে হারের পর বিসিসিআই সচিনকে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে বেছে নিয়েছিল। অধিনায়ক হিসেবে তিনি প্রথম সাহারা টুর্নামেন্ট জিতেছিলেন। ওই বছরই মেয়ের জন্ম হয়েছিল। আর সাহারা কাপ টুর্নামেন্ট থেকেই সচিন মেয়ের নাম রেখেছিলেন সারা।
চলতি বছর মেয়ের জন্মদিনে একটি আদুরে পোস্ট করেন সচিন তেন্ডুলকর। পুরনো ছবিতে দেখা গিয়েছে সারাকে কোলে নিয়ে রয়েছেন মাস্টারব্লাস্টার, পাশে রয়েছেন অঞ্জলি। সচিন ক্যাপশনে লেখেন, ‘আমাদের চোখের মণি সারাকে জন্মদিনের শুভেচ্ছা।’