সারা ঘনিষ্ঠ এক ব্যক্তি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘জারা হটকে জারা বাঁচকে’ ছবির ক্ষেত্রেও 'সৌম্যা'র নীল শাড়ি আর মঙ্গলসূত্র রেখে দিয়েছেন সারা। এমন ঘটনা সারার জন্য নতুন নয়। অতীতেও নিজের অভিনীত ছবি কিংবা চরিত্রের কিছু জিনিস নিজের কাছে আগলে রেখেছেন সারা। এটা তাঁর কাছে স্মৃতির মতো।
সারা ও ভিকি
গড়গড়িয়ে চলছে ‘সৌম্যা’ ও ‘কপ্পু’র প্রেমের গাড়ি। বক্স অফিসে বেশ ভালোই সাড়া ফেলেছে ভিকি ও সারার 'জারা হটকে জারা বাঁচকে'। ছবিতে ইন্দোরের একজন পাঞ্জাবি মেয়ে সৌম্যার ভূমিকায় অভিনয় করছেন সারা আলি খান। সারার কথায়, এই ছবি ও চরিত্রটি সবসময়ই তাঁর স্মৃতির মণিকোঠায় তোলা থাকবে। সৌম্যার পরা সেই নীল শাড়ি আর মঙ্গলসূত্র সযত্নে তাঁর কাছে রেখে দিয়েছেন বলেও জানিয়েছেন সারা।
সারা ঘনিষ্ঠ এক ব্যক্তি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এমন ঘটনা সারার জন্য নতুন নয়। এটা একটা ঐতিহ্য, যেটা তিনি মেনে চলেন। অতীতেও নিজের অভিনীত ছবি কিংবা চরিত্রের কিছু জিনিস নিজের কাছে আগলে রেখেছেন সারা। এটা তাঁর কাছে স্মৃতির মতো, এগুলি দেখলে তাঁর শ্যুটিংয়ের দিনগুলির কথা মনে পড়ে যায়। সেই আবেগকে ধরে রাখতেই সারা কিছু জিনিস নিজের কাছে রেখে দেন। ‘জারা হটকে জারা বাঁচকে’ ছবির ক্ষেত্রেও 'সৌম্যা'র নীল শাড়ি আর মঙ্গলসূত্র রেখে দিয়েছেন সারা।