Sara Ali Khan: মা অমৃতা সিংকে সঙ্গে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র উড়ে গিয়েছেন অভিনেত্রী সারা আলি খান। সেখান থেকে একের পর এক ছবি শেয়ার করছেন। দেখুন নায়িকার মার্কিন মুলুক ভ্রমণের ছবি-
যুক্তরাজ্যে মা অমৃতার সঙ্গে ছুটি কাটাচ্ছেন সারা।
বছর শেষে অনেকেই ছুটি কাটাকে দেশ-বিদেশে যান। এই ক্রিসমাসর আগেই মা অমৃতা সিংকে সঙ্গে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র উড়ে গিয়েছেন অভিনেত্রী সারা আলি খান। মার্কিন মুলুকে ঘুরে বেড়ানোর একাধিক ছবি এবং ভিডিয়ো সারার ইনস্টাগ্রাম স্টোরিতে ভেসে উঠেছে।
গোলাপি বিকিনি পরে পুলের জলে ডুব দিয়েছেন সারা, শেয়ার করেছেন সেই ছবি। মা অমৃতা সিংয়ের সঙ্গে ইউকের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী, পার্কে সূর্যাস্তের রোদ গায়ে মেখে ছবি তুলেছেন। এরপর মা-মেয়ে একসঙ্গে বসে বিদেশী খাবারে পাত পেরে ডিনারও সেরেছেন।
মঙ্গলবার ইনস্টাগ্রাম স্টোরিতে অমৃতা সিং এবং হেয়ার স্টাইলিস্ট স্যাঙ্কি ইভরাসের সঙ্গে ছবি শেয়ার করেছেন। ছবিতে অভিনেত্রীকে স্পোর্টস ব্রায়ের উপর গোলাপি জ্যাকেট, গোলাপি প্যান্ট এবং জুতো পরে দেখা মিলেছে। অমৃতা ক্যাজুয়াল পোশাকের সঙ্গে কালো লং জ্যাকেট পরেছেন।