ক্রিসমাস মানেই ছুটির আনন্দ, পরিবারের সঙ্গে সময় কাটানো, বেড়াতে যাওয়া আর খাওয়াদাওয়া। সেলিব্রিটিরাও ক্রিসমাস উদযাপনে কোনও খামতি রাখতে চাননা। আর এবার ক্রিসমাসে অভিনেত্রী সারা আলি খানের কাছে বিশেষ পাওনা বাবা-মা দুজনকেই একসঙ্গে কাছে পাওয়া।
ভাবছেন, সারার বাবা-মা মানে সইফ-অমৃতা একসঙ্গে? নাহ, সেটা ঘটেনি, তবে সারা তাঁর মা এবং বাবা দুজনকেই আলাদাভাবে হলেও একসঙ্গে, একই সময়ে কাছে পেয়েছেন। সারার পোস্ট থেকে অনুমান, তিনিও এই মুহূর্তে মা অমৃতাকে নিয়ে লন্ডনে রয়েছেন। অমৃতা সিংয়ের সঙ্গে লন্ডনের রাস্তায় দাঁড়িয়ে পোজ দিতে দেখা যাচ্ছে সারাকে। অপর ছবিতে বাবা সইফের সঙ্গে লন্ডনের রাস্তার ধারে একটি বেঞ্চে বসে থাকতে দেখা যাচ্ছে সারাকে। তারপরের ছবিতেও বাবা সইফের সঙ্গে ফায়ার প্লেসের সামনে বসে থাকতে দেখা যাচ্ছে সারাকে। শেষ ছবিতে সারা নিজের সেলফি তুলে পোস্ট করেছেন।
ছবিগুলি পোস্ট করে সারা ক্যাপশানে লিখেছেন, ‘আমার বেবি ভাইকে খুব মিস করছি (যদিও সে অতটাও বেবি নয়) এই মেরি ক্রিসমাসের জন্য সান্টাকে ধন্যবাদ। আশাকরি আপনারাও সকলে পেকান পাই খেতে থেকে ক্রিসমাস উদযাপন করছেন এবং ক্রিসমাসের আনন্দ ছড়িয়ে দিচ্ছেন... আমার এই দুই কাছের মানুষের সঙ্গে ব্ল্যাক কড(সামুদ্রিক মাছ) খাওয়া আমার ভীষণই পছন্দের। তবে আপাতত এই ছবিগুলো আমি শেয়ার করে ফেলি।'
আরও পড়ুন-আরও পড়ুন-নিকাহর পর পার্টিতে 'সুরা'য় ডুব দিয়ে আরবাজ ধরলেন গান, নাচলেন সলমন, বাবার বিয়েতে লাজুক ছেলে
আরও পড়ুন-কাপুরদের ক্রিসমাস উদযাপনে রণবীর-আলিয়ার সঙ্গে ছোট্ট রাহা, সঙ্গী আরও এক খুদে ‘রানা’, কে সে?