সামান্থার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নাগার সঙ্গে নাম জড়িয়েছে দক্ষিণী অভিনেত্রী শোভিতা ধুলিপালার। চর্চিত প্রেমিকা শোভিতা ধুলিপালার সঙ্গে বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য়র। প্রাক্তন স্বামী নাগা চৈতন্য়র বিয়ের গুঞ্জনের মাঝেই সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতবাহী পোস্ট করলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।
বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর ২০১৭-তে রূপকথার বিয়ে সারেন দক্ষিণী তারকাযুগল সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য। বিয়ের চার বছরের মাথায় ২০২১ সালে বিচ্ছেদের পথে হাঁটেন দুই তারকা। যদিও বিচ্ছেদের পর সামান্থা বা নাগা কেউই একে অপরের দিকে আঙুল তোলেননি। নিজেদের মতো করে জীবনে এগিয়ে এসেছেন।
আরও পড়ুন: ‘ওরা চাইত কার্ভি ফিগার..', ৯০-এর দশকের প্রযোজকরা ‘মোটা’ হওয়ার পরামর্শ দিতেন সোনালিকে
আরও পড়ুন: শরীর করবে হাইড্রেট, গরম থেকে বাঁচতে পান করুন জলজিরা দিয়ে তৈরি এই বিশেষ পানীয়
প্রাক্তন স্বামীর বিয়ের গুঞ্জনের মধ্যেই সামান্থার ইঙ্গিতবাহী পোস্ট ঘিরে তুমুল হইচই সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী শেয়ার করেছেন, ‘বৃষ রাশিকে কখনই হারাবেন না’। আসলে সামান্থা বৃষ রাশি ব্যক্তিত্ব। এর কিছুক্ষণ পরই একটি পোস্ট ইনস্টার দেওয়ালে শেয়ার করেছেন তিনি। যেখানে পরিষ্কার লেখা রয়েছে, ‘আমি সকলের জন্য নই, চলো তাই ঠিক আছে’। সামান্থার পোস্ট দেখে নেটিজেনরা অবশ্য নাগার বিয়ের গুঞ্জন নিয়ে দুয়ে দুয়ে চার করেছেন।
আরও পড়ুন: নেইল আর্ট করতে চাইছেন? এই গরমে কোন ট্রেন্ডি ডিজাইন এখন ফ্যাশনে রয়েছে, দেখে নিন