বলিউডের 'টাইগার', তিনি আবার 'ভাইজান'ও বটে। কখনও তিনি চটে যান, আবার কখনও সেই তিনিই মাটির মানুষ। সলমন খানের এই দুই রূপই বলিপাড়ার ভীষণ চেনা। তবে মঙ্গলবার ভাই সোহেল খানের জন্মদিনে হঠাৎই পাপারাৎজির কাছে 'টাইগার' হয়ে ধরা দিলেন সল্লু। বেজায় চটলেন।
কিন্তু ঘটেছেটা কী?
মঙ্গলবার ছিল সলমনের ভাই, অভিনেতা সোহেল খানের ৫৩তম জন্মদিন। এদিন খান পরিবারের সদস্যরা মিলে জমিয়ে পার্টি করেছেন। ছিলেন সল্লুর বাবা সেলিম খান, হেলেন, সলমা খান, অর্পিতা খান শর্মা, আয়ুষ শর্মা, অলভিরা খান, অতুল অগ্নিহোত্রী সহ খান পরিবারের অন্যান্যরা। এদিন পার্টিতে সলমনকে ঢুকতে দেখেই তাঁকে ঘিরে ধরেন পাপারাৎজি। তাঁর গাড়ির দিকে ক্যামেরা আর তাতেই বেজায় চটে যান সল্লু।
ঠিক কী বলেছেন সলমন?
আঙুল দেখিয়ে পাপারাৎজির উদ্দেশ্যে বলেন, ‘পিছে হটো সব…’। এখানেই শেষ নয় বহুক্ষণ রাগী চোখে পাপারাৎজির দিকে তাকিয়ে থাকতে দেখা যায় তাঁকে। বোঝা যায় বেশ রেগে রয়েছেন তিনি
আরও পড়ুন-প্রেমে হাবুডুবু! জেসমিনের সঙ্গে দেখে প্রশ্ন বিয়েটা কবে? বিরক্ত আলির উত্তর, ‘তোকেই প্রথম বলব’…
আরও পড়ুন-হিমালয়ে বিবস্ত্র হয়ে দিনযাপনের ছবি, পাপারাৎজির প্রশংসা পেয়ে চমকে দেওয়া উত্তর বিদ্যুৎ জামওয়ালের
আরও পড়ুন-'বং গাই' কিরণ দত্তের মাসিক আয় শুনে চমকে উঠলেন সৌরভ! টাকার অঙ্কটা কত?