সোনাক্ষী সিনহা কিংবা জাহির, দুজনেরই অত্যন্ত প্রিয় মানুষ, আর তা হবেনাই বা কেন? এই সলমানই তো তাঁদের দুজনের যোগাযোগ মাধ্যম। আর তাই সললু ভাইকে নিজেদের এই বিশেষ দিনে আমন্ত্রন জানাতে ভোলেননি এই নবদম্পতি।
সম্প্রতি তাঁদের বিয়ের অনুষ্ঠানের একটি অদেখা ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে সোনাক্ষী সিনহা জড়িয়ে ধরে আমন্ত্রন জানাচ্ছেন সলমন খানকে। শুধু সোনাক্ষীই নন, জাহিরও হাসিমুখে সম্বর্ধনা দিচ্ছেন সলমনকে। শুভেচ্ছা জানাতে ভোলেননি সললু ভাইও।
আরও পড়ুন: (‘দেখতে ভালো নই, তাই...’ নিজেকে নিয়ে হীনমন্যতায় ভুগছেন নওয়াজউদ্দিন?)
২৩ জুন বিয়ের পিঁড়িতে বসেছিলেন সোনাক্ষী সিনহা। ওই দিনেই তাঁর আর জাহির ইকবালের সম্পর্ক ৭ বছরে পা রাখে। আর তাই সেদিনই প্রথমে আইনি বিয়ে ও পরে রিসেপশন পার্টি দিয়েছিলেন এই বলিউড জুটি। রবিবার ইনস্টাগ্রাম স্টোরিতে সোনাক্ষী নিজের এবং তাঁর স্বামী জহিরের একটি ক্লিপ পোস্ট করেছেন। আর সেখানে স্বামীকে ‘গ্রিনেস্ট ফ্ল্যাগ’ বলেও উল্লেখ করেন তিনি।
ক্লিপটি শেয়ার করে সোনাক্ষী লিখেছেন, ‘যখন আপনি গ্রিনেস্ট ফ্ল্যাগকে বিয়ে করেন (মুখের ইমোজি)।’ আর এই পোস্টে জাহিরকেও ট্যাগ করেন তিনি। ধূসর শার্ট, কালো ট্রাউজার ও জুতোয় দেখা গিয়েছে বর বাবাজিকে। আর সোনাক্ষী একটি বেইজ পোশাক পরেছিলেন।
আরও পড়ুন: (‘খাওয়ার অনুপযোগী’ কর্ণাটকের পানিপুরি! জেনে নিন শরীরে কী প্রভাব ফেলছে এই ফুচকা?)
আইনি সই সাবুদের পরে শিল্পা শেট্টির রেস্তোরাঁ বাস্তিয়ানে একটি রিলেপশন পার্টি দেওয়া হয়েছিল। যেখানে অসংখ্য বলিউড সেলিব্রিটি উপস্থিত ছিলেন। ছিলেন সলমন খান, বিদ্যা বালান, সিদ্ধার্থ রায় কাপুর, সায়রা বানু এবং রেখা প্রমুখ।
বিয়ের ছবি শেয়ার করে সোনাক্ষী ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘কী দারুণ সেই দিন! প্রেম, হাসি, একতা, উত্তেজনা, উষ্ণতা মিশ্রণের পাশাপাশি আমাদের প্রত্যেক বন্ধু, পরিবার এবং কাছের মানুষদের সমর্থন ছিল… । এটা এমন একটা দিন যেদিন এই মহাবিশ্বে প্রেমে ভেসে থাকা দুটি মানুষের জীবন একত্রিত হল, যেটা তাঁরা সবসময় আশা করে ছিলেন , কামনা করেছেন এবং প্রার্থনা করেছিলেন। যদি এটা ঐশ্বরিক হস্তক্ষেপ না হয়... তাহলে কি তা আমরা জানি না। আমরা দুজনেই একে অপরকে পেয়ে সত্যিই ধন্য এবং এত ভালবাসা আমাদের রক্ষা করবে।’