
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
যৌন হেনস্থার অভিযোগে বিদ্ধ সাজিদ খানের বিগ বসে অংশগ্রহণ নিয়ে গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন সোনা মহাপাত্র। এই ইস্যুতে গায়িকা সরাসরি তোপ দেগেছেন ফারহান আখতার, সলমন খানদের। কেন এখন যৌন শিকারিকে নিয়ে চুপ বলিউড? নিজেদের শো-তে ডেকে তাঁকে জামাই আদর দিচ্ছেন সলমন? এই সব নিয়েই প্রশ্ন তুলেছেন ‘বেদরদি রাজা’ গায়িকা। বুধবার সাজিদ ইস্যুতে সলমনকে নিয়ে একটি বিস্ফোরক টুইট করেন, প্রশ্ন তোলেন ভাইজানের ‘বিষাক্ত ম্যাস্কুল্যানিটি’ নিয়ে। গায়িকা সলমনকে ট্যাগ করে লেখেন- ‘নিজের বিষাক্ত পুরুষত্ব যুগ যুগ ধরে সাদা করে আসছিল বিয়িং হিউম্যান দিয়ে। আর এবার নিজের ভাই সাজিদ খানের ইমেজ দাগমুক্ত করতে চাইছে।'
সলমনের ‘বিষাক্ত পুরুষত্ব’ নিয়ে সোনার করা মন্তব্য মোটেই ভালোভাবে নেননি ভাইজান ভক্তরা। ব্যাস, সোনার এই টুইট দেখে তাঁকে নিয়ে ট্রোল করতে শুরু করে সলমন ফ্যানেরা। কটাক্ষ করতে গিয়ে অনেক ভাইজান ভক্তই শালীনতার সীমা লঙ্ঘন করেন। একজন লেখেন-'আমার মনে হয় না, এই সোনা মহাপাত্রকে দেখলে কারুর (পুরুষাঙ্গ) খাড়া হয়, কেমন হিজড়াদের মতো দেখতে'। সেই টুইটটি নিজের অ্যাকাউন্টে রি-টুইট করে বিস্ফোরক জবাব দেন সোনা। এবার তার নিশানায় কেবল ভাইজান নয়, বরং সলমন ঘনিষ্ঠ নায়িকারাও। নাম না নিয়েই তিনি আক্রমণ শানান জ্যাকলিন ফার্নান্ডিজ, ডেইজি শাহ, ইউলিয়া ভান্তুরদের দিকে।
সোনা জবাবে লেখেন- 'হ্যাঁ ভাই, আমি আর বাকি সব মেয়েরা রূপ-গুণ আর বুদ্ধি সবকিছু আপনাদের মতো জোঁকদের 'দাঁড়' করানোর জন্যই গচ্ছিত রেখেছি…..না। পুরুষাঙ্গ দৃঢ় করার কাজ হয়ত সেইসব মেয়েদের যারা সমর্থন করছে এবং গলা ফাটাচ্ছে সাজিদ খানের জন্য এবং ঘোড়সওয়াড়ি করছে সলমন খানের ফার্ম হাউসে, আমার নয়'।
সোনার এই টুইট এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অনেকেই সোনা মহাপাত্রের সমালোচনায় মুখর হয়েছেন, কারণ নিজের পক্ষ রাখতে গিয়ে তিনি অন্য মেয়েদের নাম না করেই চরিত্রহনন করেছেন।
৳7,777 IPL 2025 Sports Bonus