শুক্রবার পরবর্তী ছবির ঘোষণা সেরে ফেললেন অভিনেতা সলমন খান। ২০২১ ইদে ভাইজান হাজির হবেন ‘কভি ইদ কভি দিওয়ালি নিয়ে’। হ্যাঁ এটাই হতে চলেছে সলমনের নতুন ছবির টাইটেল। টুইট বার্তায় সলমন জানান, ‘আমার পরবর্তী ছবি.. কভি ইদ কভি দিওয়ালি.. কাহিনি ও প্রযোজনায় সাজিদ নাদিয়াদওয়ালা.. পরিচালক ফারহাদদ সামজি..ইদ ২০২১..’। যদিও ছবির এহেন নাম দেখে ফ্যানেদের প্রশ্ন এটাই কি ছবির চূড়ান্ত নাম, নাকি ওয়ার্কিং টাইটেল?সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে ট্রোলেরও শিকার হচ্ছেন ভাইজান। নানান ধরনের মিম শেয়ার করছেন নেটিজেনরা। একজন মজাদার একটি মিম শেয়ার করে লিখেছেন, 'সত্যি কথা বলুন ভাই.. মজা করছেন তাই তো'?চমকে গিয়ে আরেক জন লিখেছেন 'কি বললেন? আপনার টুইটার অ্যাকাউন্ট কেউ হ্যাক করে নিয়েছে'? একজন ভক্ত সলমনের কিক ছবির একটি ফেমাস ডায়লগ লিখেছেন, ‘মেরে বারেমে ইতনা মত সচো, মেয় দিলমে আতা হু সমঝমে নেহি’।কভি ইদ..কভি দিওয়ালি.. পরিচালনা করছে ফারহাদ সামজি। সম্প্রতি বক্স অফিসে হাউসফুল ৪-এর মতো সুপারহিট ছবি উপহার দিয়েছেন পরিচালক। দেশের বক্স অফিসে ১৯৪ কোটি টাকার ব্যবসা করেছে হাউসফুল ফোর। টুইটারে পরিচালক লেখেন, ‘ভগবানকে অনেক ধন্যবাদ জানাই এই সুযোগটার জন্য..সলমন খান অভিনীত কভি ইদ..কভি দিওয়ালি পরিচালনা করতে দারুন এক্সাইটেড’। এখনও বক্স অফিসে জারি রয়েছে ভাইজানে দাবাংগিরি। যদিও প্রত্যাশার তুলনায় দাবাং থ্রি-র কালেকশন বেশ কম। দেশের বক্স অফিসে এখনও পর্যন্ত ১৪৪ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি।আপতত নিজের পরবর্তী ছবি রাধে.. দ্য মোস্ট ওয়ান্টেড ভাইয়ের প্রস্তুতি নিচ্ছেন সলমন খান। প্রভু দেবা পরিচালিত এই ছবিতে দিশা পাটানির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন সলমন। চলতি বছর ইদে মুক্তি পাবে এই ছবি। সুতরাং আগামী দুটো ইদ, ভাইজানের ম্যাজিকে বুঁদ হতে তৈরি থাকুন।