ভারত তথা বিশ্বের ব্যাডমিন্টন সার্কিটে যে কয়েকজন তারকা খেলাটিকে জনপ্রিয়তার শিখরে নিয়ে গেছেন তাদের মধ্যে অন্যতম সাইনা নেহওয়াল। ভারতীয় ব্যাডমিন্টনকে শুধু নতুন উচ্চতায় পৌঁছে দেওয়া নয়, সারা বিশ্বে কার্যত কোনও টুর্নামেন্ট নেই যেখানে তিনি পদক জেতেননি। নিজের ক্যারিয়ারে মোট ২৪টি আন্তর্জাতিক খেতাব জিতেছেন সাইনা।তিনবার অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করা সাইনা একবার জিতেছেন ব্রোঞ্জ পদকও। পদ্মভূষণ ৩০ বছর বয়সী সাইনা নেহওয়ালের বায়োপিকের কাজ চলছে উল্লেখ্য ২০১৭ সালের এপ্রিলেই ব্যাডমিন্টন তারকা সাইনা নেওয়ালের বায়োপিক তৈরির কথা ঘোষনা করা হয়েছিল। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন অমল গুপ্ত । সাইনার চরিত্রে প্রথমে শ্রদ্ধা কাপুরের অভিনয় করার কথা ছিল। সেইমত সাইনা এবং তাঁর পরিবারের সঙ্গে দেখাও করেছিলেন শ্রদ্ধা। নিয়মমাফিক অনুশীলন শেষে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে শুটিংও শুরু করেন। পরে পরিচালকের সঙ্গে মতানৈক্যের ফলে ছবি থেকে সরে যান শ্রদ্ধা। পরিবর্তিত পরিস্থিতিতে পরিণীতি চোপড়াকে ‘সাইনা’র চরিত্রে অভিনয় করার জন্য নেওয়া হয়। ছবিতে সাইনার কোচ অর্থাৎ প্রাক্তন ব্যাডমিন্টন তারকা পুলেল্লা গোপিচাঁদের চরিত্রে অভিনয় করবেন মানব কৌল। সাইনার বাবার চরিত্রটি করার দায়িত্ব নিয়েছেন অভিজ্ঞ অভিনেতা পরেশ রাওয়াল।রুপোলি পর্দায় বর্তমানে তার চরিত্রটি ফুটিয়ে তোলার গুরুদায়িত্ব পড়েছে অভিনেত্রী পরিণীতি চোপড়ার। পরিনীতির অনুশীলনের ছবি প্রকাশ্যে আসার পরে তা নেটদুনিয়ায় ভাইরালও হয়েছে।ছবিটি নিজের টুইটার প্রোফাইলে শেয়ার করেছেন সাইনা।লিখেছেন ' একদম হুবহু আমার মতো।'