বলিউডের জনপ্রিয় দম্পতি সইফ আলি খান এবং করিনা কাপুর খান। দম্পতির দুই সন্তান তৈমুর এবং জেহ। ২০১৬ সালে জন্ম তৈমুরের। বয়স এখন ৭ বছর। সইফিনার ছোট ছেলে জেহ-এর বয়স সবে মাত্র দুই বছর। সইফ আগেই জানিয়েছিলেন, তিনি চান তাঁর ছেলেমেয়েও বলিউডের গ্ল্যামার জগতে কাজ করুক। যদিও তৈমুরকে নিয়ে সম্প্রতি অন্য কথা জানিয়েছেন সইফ।
তৈমুর প্রসঙ্গে সইফ
দুই সন্তানকে নিয়ে সুখের সংসার সইফ-করিনার। পতৌদি নবাব জানিয়েছেন, বলিউডের গ্ল্যামারের নয় বরং তৈমুরের পছন্দ একটু আলাদা। খেলা আর মিউজিকের প্রতি বিশেষ আগ্রহ করেছে তাঁর। ফিল্ম কম্প্যানিয়নকে দেওয়া সাক্ষাৎকারে সইফ জানিয়েছেন, তৈমুর লিড গিটারিস্ট বা ক্রীড়াব্যক্তিত্ব হতে চায়। ছোট্ট টিমটিমের ইচ্ছে, আর্জেন্টিনায় গিয়ে ফুটবল খেলোয়াড় হওয়ার। আরও পড়ুন: ফের রামমন্দিরে এলেন, করলেন রামলালার দর্শন, অযোধ্য়ায় কোন বিশেষ কাজে গেলেন অমিতাভ বচ্চন
সাক্ষাৎকারে সইফ-করিনা জানিয়েছেন, ‘তৈমুর মুম্বই ছেড়ে আর্জেন্টিনা চলে যেতে চায়’। করিনার মন্তব্য, ‘তৈমুর মনে হয় না অভিনয় করতে চায়’। পাশে বসে থাকা সইফ তৎক্ষণাৎ বলেন, ‘ও ফুটবল প্লেয়ার হতে চায়। তবে গিটার বাজানোর প্রতিও ঝোঁক রয়েছে’। এরপরই করিনা ফাঁস করলেন, ‘লিওনেল মেসি হতে চায় তৈমুর’। তখনই স্ত্রীয়ের কথায় সায় দিয়ে সাফ জানান, ‘ও তো চায় আর্জেন্টিনা চলে যেতে। যাতে মেসির মতো ভালো ফুটবলার হতে পারে’।