অক্টোবরের শুরুতে আশ্বিন মাসে গাঁটছড়া বেঁধেছেন রূপসা চট্টোপাধ্যায় এবং সায়নদীপ সরকার। তাঁদের বিয়ের নানা ছবি নিজেরাই প্রকাশ্যে এনেছেন। এবার প্রকাশ্যে আনলেন তাঁদের ফুলসজ্জার একটি ভিডিয়ো। আর পোস্ট করা মাত্রই সেটা নিমেষে ভাইরাল।
কী পোস্ট করলেন রূপসা?
এদিন সায়নদীপ যে ভিডিয়োটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে ফুলসজ্জার রাতে ফুলে ফুলে সাজানো খাটে বসে আছেন রূপসা। চারিদিকে রজনীগন্ধার মালা দিয়ে সাজানো। অভিনেত্রীর পরনে বেনারসি, সোনার গয়না। বাদ যায়নি ফুলের সাজও। অন্যদিকে সায়নদীপ পরেছিলেন পঞ্জাবি। গোলাপের আড়ালে তাঁকে চুমু খান তাঁর বেটার হাফ সায়নদীপ। একই সঙ্গে একটি হার উপহার দিয়ে পরিয়েও দেন অভিনেত্রীকে। এরপর নানা পোজও দিতে দেখা যায় তাঁদের।
এই রোম্যান্টিক ভিডিয়ো পোস্ট করে এদিন সায়নদীপ লেখেন, 'এখন থেকে সব রাত তোমার আমার। রূপসায়ন গোটা জীবনের জন্য।' বরের পোস্ট করা এই ভিডিয়োতে মন্তব্য করেছেন রূপসাও। আরও অনেকেই তাঁদের নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
রূপসা সায়নদীপের সন্তান আসার খবর
বিয়ের মাস ঘুরতে না ঘুরতেই দুই থেকে তিন হওয়ার খবর শেয়ার করেন রূপসা। শিশু দিবসের দিনই কেক কেটে, একাধিক ছবি পোস্ট করে অনুরাগীদের সঙ্গে এই সুখবর ভাগ করে নেন। যদিও এই খবর জানানোর পর বিস্তর কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁদের। তবে সেসবে থোড়াই কেয়ার। সিকিম থেকে মিনি হানিমুন সেরে আপাতত নতুন জীবন উপভোগ করছেন তাঁরা। ২০২৫ এর এপ্রিলের আগেই তাঁদের সংসার সদস্য সংখ্যা বাড়বে বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন: হুমায়ূন আহমেদের গল্প থেকে ছবি! মানস মুকুলের আগামী ছবিতে মুখ্য ভূমিকায় মিঠুন, নায়িকার চরিত্রে কে?
আরও পড়ুন: অস্কারের জন্য '২০১৮' -এর বদলে '১২ ফেল' অনেক বেশি যোগ্য? বিধু বিনোদ বলছেন, 'হলিউডের সবাই বলছে...'