
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
খারাপ খবর রোহিত শেট্টি ভক্তদের জন্য। নিজের আসন্ন ওয়েব সিরিজ ‘দ্য ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এর শ্যুটিংয়ে চোট পেলেন পরিচালক। শনিবার হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে শ্যুটিং চলছিল সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত এই সিরিজের। সেখানেই চোট পেলে তড়িঘড়ি কামিনেনি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ‘সিংহম’ পরিচালককে। হাসপাতাল সূত্রে খবর, হাতে চোট লাগে রোহিতের, চিকিৎসকরা সঙ্গে সঙ্গে একটি অস্ত্রোপচার করেন বলে জানা গিয়েছে। ছোট্ট অপারেশন শেষে বেশ কয়েকঘন্টা পরিচালককে পর্যবেক্ষণে রাখা হয়েছিল, পরবর্তীতে ছাড়া পান রোহিত।
গাড়ির রেষারেষির একটি দৃশ্যের শ্যুটিং চলছিল। সেইসময়ই আহত হন রোহিত শেট্টি। রামোজি ফিল্ম সিটিতে এই সিরিজের শ্যুটিং-এর জন্য সুবিশাল সেট গড়ে তোলা হয়েছে। রোহিত শেট্টির ছবির অ্যাকশন সিকুয়েন্সের সঙ্গে কম বেশি সকলেই পরিচিত। রোহিত শেট্টির ফিল্ম মানেই সেখানে গাড়ি ওড়ার দৃশ্য তো থাকবেই! আর সেই চক্করেই চোট পান পরিচালক।
‘দ্য ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এর সঙ্গে রোহিত শেট্টি নিজের 'কপ ইউনিভার্স'কে ওটিটি মাধ্যমে নিয়ে যাচ্ছেন। ‘সিংহম’, ‘সিম্বা’, ‘সূর্যবংশী’র পর এবার রোহিতের নিবেদন ‘দ্য ইন্ডিয়ান পুলিশ ফোর্স’। তবে এবার ছবি নয়, ওয়েব সিরিজের আকারে অ্যাকশনে ভরপুর পুলিশের বীরত্বের কাহিনি উঠে আসবে। আমাজন প্রাইম ভিডিয়োর এই ওয়েব সিরিজের শ্যুটিংয়ে গত বছর মে মাসে চোট পান লিড হিরো সিদ্ধার্থ মাত্রহোত্রা। এরপর গত বছর অগস্টে এই সিরিজের শ্যুটিংয়ে পা ভাঙেন শিল্পা শেট্টি। আর এবার পরিচালক নিজেই আহত হলেন!
বছরের শেষটা একদম ভালো হয়নি রোহিতের। ক্রিসমাসে মুক্তি পাওয়া পরিচালকের ছবি ‘সার্কাস’ বক্স অফিসে মাছি তাড়াচ্ছে। তবে ব্যর্থতা ভুলে ‘দ্য ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এর শ্যুটিং নিয়ে ব্যস্ত ছিলেন পরিচালক, সেখানেও দুর্ভাগ্য পিছু ছাড়ল না তাঁর। আগামিতে ‘সিংহম ৩’ নিয়ে ফিরবেন পরিচালক। এই ছবিতে থাকবেন দীপিকা পাড়ুকোন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports