আসছে রোহন ভট্টাচার্য এবং অনিন্দ্য সেনগুপ্তর নতুন ছবি। এর আগে তাঁরা হোস্টেল ডেজ নামক একটি সিরিজে কাজ করেছিলেন যেখানে তাঁদের বন্ধু হিসেবে দেখা গিয়েছিল। তবে এই আসন্ন ছবিতে তাঁরা একে অন্যের প্রতিপক্ষ। মাদকচক্র, ক্ষমতার আস্ফালন ফুটে উঠবে ছবিতে।
আরও পড়ুন : থ্রিলে ভরা মার্ডার মিস্ট্রিতে এবার 'বহুরূপ'-এ সোহম! জন্মদিনে চমক দিয়ে জানালেন কী?
ব্রহ্মার্জুন ছবির বিষয়বস্তু
ঝাড়খণ্ডের প্রেক্ষাপটে এগোবে ব্রহ্মার্জুন ছবির গল্প। মাদক পাচার চক্র এবং সেটার সঙ্গে যুক্ত থাকা দুই মাফিয়া দলের কথাই ধরা পড়বে এই ছবিতে। এই দুই সক্রিয় মাফিয়া দলের দুই সদস্য হল ব্রহ্মা এবং অর্জুন। তাঁদের সম্পর্কের টানাপোড়েন, ক্ষমতার লড়াই, বিরোধী দলের সঙ্গে লড়াই সবটাই ধরা পড়বে ব্রহ্মার্জুন ছবিতে। এই ছবির পরিচালনা করছেন সৌভিক দে।
আরও পড়ুন : হরগৌরীর পর এবার দুগ্গামণি ও বাঘ মামায় ফুগলা! দাদাগিরি খ্যাত খুদেকে দেখা যাবে কোন চরিত্রে?
সিরিজে একসঙ্গে কাজ করলেও এই প্রথম তাঁদের একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে। অর্জুনের চরিত্রে অনিন্দ্য এবং ব্রহ্মার চরিত্রে রোহনকে দেখতে পাবেন দর্শকরা। সদ্যই যে লুক প্রকাশ্যে এসেছে এই ছবির সেখানে দেখা গিয়েছে রোহন ভট্টাচার্যর পরনে নীল স্যান্ডো গেঞ্জি, গলায় মোটা সোনার চেন। হাতে বন্দুক। অন্যদিকে 'অর্জুন' অনিন্দ্যর চোখে সুরমা, গলায় তাবিজ। তাঁর হাতেও বন্দুক ধরা। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা মিলবে প্রিয়াঙ্কা ভট্টাচার্যর। এছাড়া অন্যান্য চরিত্রে থাকবেন খরাজ মুখোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়, অমিত শেট্টি, প্রমুখ। থাকবেন বলিউডের বেশ কিছু অভিনেতাও। কিন্তু এখনই এর থেকে বেশি কোনও তথ্য ছবির নির্মাতারা জানাতে রাজি নন।
জানা গিয়েছে এই ছবিতে দারুণ অ্যাকশন থাকবে। বাদ যাবে না হিন্দু মুসলিমের আঙ্গিক। এই ছবির বিষয়ে রোহন আনন্দবাজারকে জানিয়েছেন, 'এমন মুখ্য চরিত্র বাংলায় এর আগে দর্শকরা দেখেননি। অনেক অ্যাকশন আছে। একটা সাম্প্রদায়িক আঙ্গিক রয়েছে এই ছবিতে।'
আরও পড়ুন : ফের দুর্ঘটনার কবলে সৌরভ, বরাত জোরে পেলেন রক্ষা! কী ঘটেছে মহারাজের সঙ্গে?
আরও পড়ুন : ফের সাইবার অপরাধের শিকার রণজয়! ভক্তদের সতর্ক করে কী বার্তা দিলেন গুড্ডির স্যারজি?