২০২১ সালে এপ্রিল মাসে মাকে হারিয়েছিলেন ঋদ্ধিমা ঘোষ। কীভাবে মৃত্যু হয়েছে মায়ের সেই সম্পর্কে তখন কিছু জানাননি তিনি। তবে পরিচিতমহলের সূত্রে জানা গিয়েছিল ঋদ্ধিমার মা কোভিড সংক্রমণের জেরেই প্রাণ হারিয়েছিলেন। মাকে হারানোর এত গুলো বছর পরও একটা দিনের জন্য মায়ের কথা না ভেবে থাকতে পারেন না অভিনেত্রী। তাই মায়ের জন্মবার্ষিকীতে স্মৃতির ঝাঁপি উপুড় করে কলম ধরলেন নায়িকা। ইনস্টাগ্রামে ছেলে ধীরের কথা উল্লেখ করে খোলা চিঠিতে মাকে লিখলেন, ‘ধীর তোমাকে ‘নানি’ বলে ডাকতে শুরু করেছে।'
আরও পড়ুন: মাথায় ফুল, শাড়ি-গয়নায় অপরূপা! কর্ণাটকের মন্দিরে পুজো দিলেন কঙ্গনা, কী চাইলেন ঠাকুরের কাছে?
পোস্টে দুটি ছবি শেয়ার করে নেন নায়িকা। একটা ছবি তাঁর মায়ের। আর একটা ছবিতে মায়ের ছবির সামনে ছেলে ধীরকে নিয়ে লাল শাড়িতে ধরা দিয়েছেন ঋদ্ধিমা। ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে নায়িকা লেখেন, ‘এমন একটা দিনও যায় না যখন তোমার কথা না ভেবে থাকি। আমাদের ছোট থেকে বড় হয়ে ওঠার ছোট ছোট মুহূর্তগুলিতে তোমার ভালোবাসা অনুভব না করে আমি থাকতে পারি না।'
আরও পড়ুন: ‘সিনিয়র, কিন্তু আমাদের জায়গা দেন…’! নাচ ঋতুপর্ণার সঙ্গে, ভিডিয়ো শেয়ার করে কী লিখলেন জিতু
নায়িকার ছেলে এখন অনেকটাই ছোট। জন্মের পর থেকে সে দিদার সান্নিধ্য পায়নি। কিন্তু তাও দিদার প্রতি তার অগাধ ভালোবাসা। সেই প্রসঙ্গ টেনেই ঋদ্ধিমা লেখেন, ‘ধীর তোমাকে ‘নানি’ বলে ডাকতে শুরু করেছে। তোমার নাম, তোমার উপস্থিতি, তোমার ভালোবাসা তার মধ্য দিয়ে বেঁচে থাকে। সে তোমাকে ‘ফ্লাইং কিস’ দেয়, হাত নেড়ে ‘গুড বাই’ করে, শুভ সকাল এবং শুভরাত্রি জানায়। যেন ও জানে তুমি সবসময় আমাদের সঙ্গে আছো, ওর খেয়াল রাখছ।'
আরও পড়ুন: 'সারেগামাপা'-এর মঞ্চে এক থেকে তিনে নেই আরাত্রিকা! 'আমার একমাত্র দুঃখ হল…', বললেন 'খুদে কমরেড'
নায়িকা আরও লেখেন, ‘আমরা তোমাকে আমাদের মনে, আমাদের স্মৃতিতে, তোমার সম্পর্কে আমরা যে প্রতিটা গল্প বলি তাতে বহন করি। শুধু আজকে বলে নয়, তোমাকে আমরা স্মরণ করি না, আমরা তোমাকে প্রতিদিন উদযাপন করি। আমরা তোমাকে ভালোবাসি মা। স্বর্গেই জন্মদিনের শুভেচ্ছা পাঠালাম।’
আরও পড়ুন: ছেলে কোনার্কের বিয়েতে নিজের ছবি 'লগন'-এর গানে নাচলেন আশুতোষ গোয়ারিকর! 'অসাধারণ…', প্রশংসার বন্যা নেটপাড়ায়