সৌপ্তিক চক্রবর্তী পরিচালিত প্রথম ছবি মণিহারার দ্বিতীয় ভাগ আসতে চলেছে। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে রণিতা দাসকে। হরর ঘরানার এই ছবিতে থাকবে আরও একাধিক চমক। থাকবে ডাইনি বনাম দেবীর সংঘাতের কথা। রণিতার এই আসন্ন ছবির নাম দেবী। প্রকাশ্যে এল ছবির চরিত্রদের প্রথম লুক।
আরও পড়ুন: শহরে হাজির নয়া রহস্য সন্ধানী! ফেলুদাকে শ্রদ্ধা জানাতে প্রস্তুত ডিটেকটিভ চারুলতা, মুখ্য ভূমিকায় কে?
কী জানা গিয়েছে দেবী ছবিটি প্রসঙ্গে?
মণিহারা ছবিটি ছিল সৌপ্তিক চক্রবর্তীর প্রথম ছবি। সেই ছবির মতোই এই ছবিতেও মুখ্য ভূমিকায় দেখা যাবে রণিতা দাসকে। তবে এবার তাঁকে দেখা যাবে মণিমালা এবং সূর্যর মেয়ের চরিত্রে। বলাই বাহুল্য এটা আগের ছবি সিক্যুয়েল। এখানে রণিতার চরিত্রের নাম দেবী। তাঁর অলৌকিক শক্তির সঙ্গে ডাইনি মায়ার সংঘাতের কথাই ফুটে উঠবে এখানে। এই ডাইনির চরিত্রে থাকবেন অঞ্জনা ভৌমিক। অতীতের এক রহস্য সঙ্গে কীভাবে ডাকিনী বিদ্যার যোগ রয়েছে, প্রতিশোধের কথাও ফুটে উঠবে সেটা নিয়েই এই ছবি।
রণিতা ওরফে দেবীর প্রেমিকের চরিত্রে দেখা যাবে সোমরাজ মাইতিকে। তাঁর চরিত্রের নাম রাহুল। এছাড়া ছবির আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে এই ছবিতে ভৌতিক দিকের সঙ্গে রূপকথার মিশেল দেখা যাবে। বর্তমানে শ্যুটিং চলছে ছবিটির। সৌপ্তিক চক্রবর্তী পরিচালিত ছবিটির প্রযোজনার দায়িত্বে আছে ইকো ফিল্মস এবং এসএফইএল। পরিচালকের দাবি এই ছবিতে ছোটবেলায় আমরা যে ধরনের ভূতের গল্প শুনে বড় হয়েছি সেটার সঙ্গে দর্শকরা মিল পাবেন।
আরও পড়ুন: কাঁথিতে ফুলের মালায় বরণ অতনুকে, পেলেন চকলেট সহ একগুচ্ছ উপহার! আবেগঘন সারেগামাপা জয়ী লিখল...
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, রণিতা এবং সৌপ্তিক প্রাক্তন হলেও তাঁরা তাঁদের কাজের জায়গা আলাদা রাখেন। অতীত সম্পর্কের ছাপ কাজে পড়তে দেন না। বিচ্ছেদের পরও সৌপ্তিকের ছবিতে কাজ করা প্রসঙ্গে অভিনেত্রী এই সময়কে একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, 'আমরা দুজনই খুব ভালো বন্ধু। আর ভীষণই প্রফেশনাল। একে অন্যের প্রতি সম্পর্কের সমস্ত ওঠাপড়ার পরও সম্মান বজায় রেখেছি। যখন সম্পর্কে ছিলাম, তখন অশান্তি হলেও আমরা ঝগড়ায় সবসময় সংযমী হয়েই কথা বলেছি। স্পেস দরকার হয়েছে যখন তখন দুজন সম্মতিতেই সেটা দুজনকে দিয়েছি। কিন্তু কাজের ক্ষেত্রে কোনও জড়তার প্রশ্ন নেই।'