গুজরাটের জামনগরে ছিল আম্বানি পুত্রের ৩ দিন ব্যাপী প্রাক-বিবাহ অনুষ্ঠান। সেখানেই হাজির ছিল প্রায় গোটা বলিউড। ছোট্ট রাহাকে নিয়ে অনুষ্ঠানে পৌঁছে যান রণবীর-আলিয়া। আর সেই অনুষ্ঠানে সকলের মধ্যমণি হয়ে উঠেছিল খুদে 'কাপুর কন্য়া' রাহা।
'পাপা কী পরী' সে। ন্যানি নয়, সর্বক্ষণ রণবীরের কোলে কোলেই ঘুরতে দেখা গেল ছোট্ট রাহাকে। কিছুই না বুঝে গোটা অনুষ্ঠানের সাক্ষী সে। অনুষ্ঠানে উপস্থিত সকলেই রাহাকে দেখতে পেয়ে আদর করতে ছাড়লেন না। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে রণবীর যখন ফ্রক পরা 'বেবি রাহা'কে নিয়ে অনুষ্ঠানে ঢুকলেন, তখন তাঁকে দেখে আদর করতে দেখা যায় অভিষেক বচ্চন সহ আরও অনেককেই।
আরও পড়ুন-কোয়েলের কোমর জড়িয়ে জামনগর ছাড়ছেন প্রেমিক স্বামী অরিজিৎ, 'শিব-পার্বতী'র তকমা দিল নেটপাড়া
আরও পড়ুন-আম্বানিদের অনুষ্ঠান শেষে জমিয়ে পার্টি! মেয়ে সুহানাকে জড়িয়ে নাচলেন শাহরুখ, দেখা মিলল গৌরী ও সলমনের