Rajinikanth-Sajid: রজনীকান্তকে শেষ দেখা গিয়েছিল তার মেয়ে ঐশ্বরিয়া পরিচালিত স্পোর্টস ড্রামা 'লাল সালাম'-এ । এবার বলিউড প্রযোজক সাজিদের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত ‘থালাইভা’।
রজনীকান্ত-সাজিদ (ছবি সৌজন্যে এক্স)
থালাইভার রজনীকান্ত এমন একটি নাম যার কোনও আলাদা পরিচয়ের প্রয়োজন নেই। ৪৮ বছরের কেরিয়ারে সুপারস্টার অনেক প্রশংসনীয় অভিনয় এবং ক্লাসিক ব্লকবাস্টার দিয়েছেন। কমেডি, রোম্যান্স এবং কথাসাহিত্য সহ প্রতিটি ঘরানায় ছবি করেছেন তিনি।
এবার সুপারস্টার রজনীকান্তের সঙ্গে কাজ করতে চলেছেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। মঙ্গলবার এক্স হ্যান্ডেলে নাদিয়াদওয়ালা একটি পোস্ট করে এই সুখবর জানান। সেখানেই ক্যাপশনে লেখা, ‘স্যার! কিংবদন্তি রজনীকান্তের সঙ্গে কাজ করা সত্যিই সম্মানের। এই অবিস্মরণীয় যাত্রা শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছি, আপাতত তার অপেক্ষায়….’। আরও পড়ুন: গুলমার্গের বরফে স্ত্রী অঞ্জলির সঙ্গে রোম্যান্স সচিনের, তুমুল ভাইরাল ছবি
রজনীকান্তকে শেষ দেখা গিয়েছিল তার মেয়ে ঐশ্বরিয়া পরিচালিত স্পোর্টস ড্রামা 'লাল সালাম'-এ । ৯ ফেব্রুয়ারী মুক্তিপ্রাপ্ত ছবিটিতে বিষ্ণু বিশাল এবং বিক্রান্ত প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। এই ছবিতে ক্যামিও রোলে অভিনয় করেছেন রজনীকান্ত। আরও পড়ুন: কে বলবে বয়স ৫৬! 'হাম আপকে হ্যায় কৌন'-এর নিশাকে ফিরিয়ে আনলেন মাধুরী