বাংলা নিউজ > বায়োস্কোপ > Alia and Raha: বয়স আড়াইও হয়নি, তবু কীভাবে মা-কে এত সুন্দর করে ক্যামেরাবন্দী করল ছোট্ট রাহা! অবাক নেটপাড়া
পরবর্তী খবর
১১ এপ্রিল জাতীয় পোষ্য দিবস। আর এই দিনে উপলক্ষে, বলিউড অভিনেত্রী আলিয়া ভাট তাঁর প্রিয় বিড়াল এডওয়ার্ডের সঙ্গে একটি সুন্দর ছবি শেয়ার করেছেন। এই বিড়ালটি তাঁকে উপহার দিয়েছেন তাঁর প্রাক্তন প্রেমিক সিদ্ধার্থ মালহোত্রা। তবে, এই এই ছবিতে রয়েছে একট অন্য টুইস্ট। ছবির সঙ্গে লেখা আলিয়ার ক্যাপশন অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করেছে।
কী এমন লিখেছেন আলিয়া?
শুক্রবার, আলিয়া ইনস্টাগ্রামে নিজের একটি ছবি শেয়ার করেছেন। যে ছবিতে তাঁকে ড্রয়িং রুমের মেঝেতে বসে থাকতে দেখা যাচ্ছে, সূর্যের আলো তাঁর মুখে পড়েছে। সাদা টি-শার্ট এবং কালো জিন্সে অভিনেত্রী অসাধারণ দেখাচ্ছে, এডওয়ার্ডকে কোলে নিয়ে বসে রয়েছেন তিনি। ছবিটি শেয়ার করে আলিয়া লিখেছেন, ‘আমার রাজকুমারের সঙ্গে আমার এই ছবি, আমার রাজকুমারী তুলেছে। #HappyPetDay’ — অর্থাৎ আলিয়া জানিয়েছেন তাঁর এই ছবিটি তাঁর মেয়ে রাহা তুলে দিয়েছেন।