
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
দুর্ঘটনার কবলে বাংলা টেলিভিশন ধারাবাহিকের জনপ্রিয় শিশুশিল্পী অদ্রিজা মুখোপাধ্যায়ের গাড়ি। হুগলির নাটাগড়ের সড়ক দুর্ঘটনার কবলে পড়ে আহত হন অদ্রিজা-সহ তার পরিবারের কয়েকজন। প্রাক্তন ফুটবলার বিদেশ বসুর বাড়ির অনুষ্ঠানে যেতে গিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়ি।
কলকাতা থেকে কালনায় যাওয়ার পথে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে অদ্রিজা মুখোপাধ্যায়দের গাড়ি। বৃহস্পতিবার সকালে তাঁদের গাড়ি নাটাগড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জলা জমিতে নেমে যায়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কালনা সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অদ্রিজা এবং তাঁর পরিবার। গাড়িতে অভিনেত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মৌমিতা মুখোপাধ্যায়, ইঙ্গিত মুখোপাধ্যায়, প্রযুক্তি দে, গৌরাঙ্গ দে, রিতা দে। কারো দেহে বিশেষ আঘাত লাগেনি। প্রাথমিক চিকিৎসার জন্য আপাতত তাঁরা হাসপাতালে। প্রত্যেকের অবস্থাই স্থিতিশীল বলে জানা যাচ্ছে।
‘মহাপীঠ তারাপীঠ’, ‘বালিকা বধূ’-সহ বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায় শিশুশিল্পী অদ্রিজাকে। অভিনেত্রীর পথ দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ প্রকাশ করেন ভক্তরা।
৳7,777 IPL 2025 Sports Bonus