পাকিস্তানের এক পার্টিতে অভিনেত্রী কারিনা কাপুর খানের খারাপ অ্যানিমেটেড অবতারের বানানো হয়। নেটদুনিয়ায় সেই ভিডিয়ো এখন ভাইরাল। আর তার জেরে কার্যত দু'ভাগে ভাগ স্যোশাল মিডিয়া। এই ভিডিয়ো দেখে নায়িকার অনুরাগীরা যেমন ক্ষেপে আগুন। অন্যদিকে, হাসির রোল তুলেছেন একদল নেটিজেন। ভিডিয়োয় অভিনেত্রীর অ্যানিমেটেড অবতারকে নাচ করতে দেখা গিয়েছে।
ভিডিয়োটি হামজা হারিস নামে এক ব্যক্তি স্যোশাল মিডিয়ায় ভাগ করে নেন। তাঁর বায়োতে আবার লেখা রয়েছে ‘Quintessential Karachi Boi’। ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করে তিনি অভিনেত্রীর অ্যানিমেটেড সংস্করণ তৈরির অনুপ্রেরণা সম্পর্কেও লিখেছেন। তিনি লেখেন ‘এই ট্র্যাকটিতে অনেকটা সময় ধরে কাজ করছিলাম। তবে শো-এর জন্য ঠিক সময়েই এটা শেষ করি। আমি জানতাম যদি এই ট্র্যাকটা বাজাই তাহলে এটার একটাই ভিজ্যুয়াল থাকবে। ‘কভি খুশি কভি গম’ আমার এই ট্র্যাকের অনুপ্রেরণা। তাই ওই ছবির আইকনিক মুহূর্তটা আমি এতে ব্যবহার করেছি। পু যা বলেছিল, তা তো আমার নতুন করে লেখার দরকার নেই, আপনারা লাইনটা সবাই জানেন। তাই ভাবলাম, করিনা কাপুরকে নাচতে দেখানো যাবে না কেন? এটাও আইকনিক। সত্যিই এর আগে কেউ রেভে এমনটা করেনি।’
আরও পড়ুন: ‘মেঘনা’ কোয়েল নাকি 'পূর্ণা' কৌশানী কাকে হ্যান্ডেল করা বেশি কঠিন? যা বললেন পরমব্রত
তিনি আরও লেখেন, ‘আমরা এটা করে ফেলেছি এবং এখন এটা হিটও হয়েছে। সবাই উন্মাদ হয়ে গিয়েছে এটা দেখে। শুধু আশা করছি করণ জোহর এবং করিনা কাপুর খান যেন এটা কোনও না কোনও দিন দেখেন। ওঁরা দেখলে বুঝতে পারবেন এটা কতটা মজাদার, অপ্রত্যাশিত এবং উত্তেজনাপূর্ণ ছিল।’
তবে কেবল ক্যাপশন নয়, ভিডিয়োটির উপরও লেখা ছিল ‘প্রমাণিত: আপনি পাকিস্তানের করাচিতে একটি রেভে আছেন এবং করিনা কাপুর আপনার সামনে নাচছেন।’ ভিডিয়োতে করিনার অবতারের পরনে ছিল ফর্মাল পোশাক। চুল পনিটেল করে বাঁধা ছিল।
আরও পড়ুন: কিলবিলের প্রিমিয়ারে পরমের সঙ্গে পিয়া, সুস্পষ্ট তাঁর বেবিবাম্প! আর কে কে এলেন?