সদ্যই প্রকাশ্যে এসেছে ফুলকি ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানেই দেখা গেল গল্পে নতুন টুইস্টের ইঙ্গিত। যদিও বিষয়টা দেখে যারপরনাই মজা পেয়েছেন নেটিজেনরা। কেন? এখানে দেখানো হচ্ছে ফুলকি নাকি রোহিতের বোন। ব্যাপারটা আসলে কী ভাবছেন। আসলে এটা ষড়যন্ত্র যার শিকার হতে চলেছে নায়ক এবং নায়িকা।
আরও পড়ুন: 'বৈশাখী ভিলেন, তোমার ঘর ভেঙেছে', বলেছিলেন কল্যাণ! পাল্টি খেতেই রত্নার হুঁশিয়ারি, 'শেষ দেখে ছাড়ব'
কী দেখানো হল ফুলকি ধারাবাহিকের প্রোমোতে?
এদিন যে প্রোমো দেখানো হয়েছে সেখানে দেখা যাচ্ছে লাবণ্য ওরফে ফুলকির লাবু দি একটি রিপোর্ট নিয়ে এসে রোহিতের মাকে দিয়ে বলছে, 'আজ থেকে ২২ বছর আগে তোমার যে মেয়ে হারিয়ে গেছিল সে আর কেউ নয়, আমাদের ফুলকি।' এটা শুনেই ফুলকির শাশুড়ি ধপ করে বসে পড়েন। বলেন, 'কী সর্বনেশে কথা শোনালি তুই! রোহিত আর ফুলকি ভাই বোন।'
দরজার বাইরে থেকে সবটা শোনে নায়ক নায়িকা। সেটা শুনেই শিবের মন্দিরে ছুটে যায় ফুলকি। শিবের হাত থেকে ত্রিশূল তুলে বলে, 'যাকে ভালোবেসে স্বামীর চোখে দেখেছি তাকে আমি দাদার চোখে দেখতে পারব না বাবা। আমার এই চোখ অন্ধ করে দেব।' কিন্তু ত্রিশূল সে চোখে গাঁথতে পারে না। আর সেটা দেখে সন্দেহ হয় নায়িকার। যে এটা কোনও ষড়যন্ত্র নয় তো? সে বলে ওঠে, 'কেন আটকালে বাবা? কীসের ইঙ্গিত দিচ্ছ তুমি? ষড়যন্ত্র করছে? যারা আমার আর স্যারের সম্পর্ক শেষ করতে চাইছে তাদের এই ত্রিশূল দিয়েই শেষ করব।'
সামনে মহাশিবরাত্রি। আর সেই উপলক্ষে সব ধারাবাহিকে কিছু না কিছু চমক দেখানো হতে চলেছে। বাদ যাচ্ছে না ফুলকিও। কিন্তু সেখানে এমন কিছু দেখে হেসে কুলকিনারা পাচ্ছে না নেটপাড়া।
কে কী বলছেন?
একজন লেখেন, 'গল্পের গরু গাছে ওঠে জানি, তা বলে এতটা উঠে যাবে জানা ছিল না।' দ্বিতীয়জন লেখেন, 'লেখার সময় নেশাটা না করলেই নয়?' কেউ আবার লেখেন, 'আমি তো পুরোই বাক্যহারা। আসলে দোষ আমার। আমি ভুল করে দেখে ফেলেছি ভিডিয়োটা।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'কত পাপ করলে এরকম ভিডিয়ো সামনে আসে।' পঞ্চম ব্যক্তি লেখেন, 'বাংলা সিরিয়াল। চিয়ার্স।' কেউ কেউ আবার বেজায় রাগ দেখিয়েছেন স্বামী স্ত্রীকে ভাই বোন দেখানোয়।
আরও পড়ুন: বাকি আর কটা দিন, মাতৃত্বের ছুটিতে গিয়েই বিশেষ উপলব্ধি অনিন্দিতার, লিখলেন…
প্রসঙ্গত ফুলকির এই মহাপর্ব আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত দেখানো হবে। জি বাংলার পর্দায় রোজ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে দেখা যাবে এই মেগা।