শেফালি জরিওয়ালার মৃত্যুর পর তাঁর পোষা কুকুর সিম্বার স্বাস্থ্যের অবনতির খবর পাওয়া যায়। তবে এসব খবর অস্বীকার করেছেন শেফালির স্বামী পরাগ। পরাগ একটি ভিডিয়ো পোস্ট করেছেন যাতে সিম্বা তাঁর সাথে ছিল এবং সেখানে একই সঙ্গে দেখা যাচ্ছে তিনি কিছু দুঃস্থ লোককে সাহায্য করছেন। সঙ্গে একটি নোটে জানানো হয়, সিম্বা একদম ঠিক আছে। এই পোস্ট দেখে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়ছেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে, পরাগ সিম্বাকে কোলে নিয়ে হাটছেন। কয়েকজন বয়স্ক মহিলার হাতে প্যাকেট তুলে দিচ্ছেন তিনি। মহিলারা সিম্বা ও পরাগের মাথায় হাত রেখে আশীর্বাদ করছেন। ভিডিয়োটির সঙ্গে একটি গান রয়েছে, ‘এক তু হি ইয়ার মেরা...’
পরাগ লিখেছেন, 'সিম্বা ভালো আছে এবং ছেলের মতোই তার মায়ের জন্য সমস্ত আচার নিয়ম পালন করছে সে । এই ভিডিয়োটি সেই সমস্ত লোকদের জন্য যাঁরা বেবি সিম্বার জন্য উদ্বিগ্ন ছিলেন, কারণ কিছু মানুষ কেবল কয়েকটি লাইক এবং ভিউয়ের জন্য আমাদের সিম্বার স্বাস্থ্য সম্পর্কিত মিথ্যা খবর ছড়িয়ে দিয়েছিল। যাঁরা সিম্বাকে নিয়ে সত্যিই চিন্তিত, তাঁদের সকলকে ধন্যবাদ। '
আবেগঘন পরাগের এই পোস্টে আবেগঘন মন্তব্য করেছেন অনেকে। একজন লিখেছেন, ‘ভিডিয়োটি দেখে আমি কেঁদে ফেলেছিলাম। আপনাদের উভয়কেই ইশ্বর শক্তি দিন। ঈশ্বর আপনাদের উভয়ের মঙ্গল করুন।’ আরেক ব্যক্তি লেখেন, ‘আপনার কষ্ট আমরা বুঝতে পারছি। পরাগ স্যার, সাহস রাখুন, পরী আপনাকে স্বর্গ থেকে দেখছে।’ একজন লিখেছেন, 'আপনি অন্যকে সাহায্য করে শেফালির আত্মাকে বাঁচিয়ে রাখছেন। ও উপর থেকে তোমার আর সিম্বার দিকে তাকিয়ে আছে। '