ক্যাথরিন জিটা জোন্স, অস্কার জয়ী এই হলিউড তারকা মনে প্রাণে বলিউড ছবির ভক্ত । ১৭তম হিন্দুস্তান লিডারশির সামিটে এসে নিজের বলিউড প্রীতির কথা জানালেন 'শিকাগো' তারকা । এদিন স্বামী তথা অভিনেতা-প্রযোজক মাইকেল ডগলাসের সঙ্গে অনুষ্ঠানে যোগ দেন ক্যাথরিন । অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন 'জক্কাস' অনিল কাপুর ।
ভারতে এসে উচ্ছ্বসিত এই তারকা দম্পতি, দুজনেই জানান ইন্ডিয়া তাদের মনের কাছের দেশ । তাই ভারতে আসাটা বরাবরই ভালোলাগার মতো বিষয় ।
এদিন সবাইকে চমকে দিয়ে ক্যাথরিনের মন্তব্য, ‘আমার ভারতে জন্মানো উচিত ছিল, তাহলে আমি বলিউড ছবিতে অভিনয় করতে পারতাম । কারণ নাচতে আর গান করতে আমার ভীষণ ভালো লাগে, সেই সুযোগ আমি হলিউডে পাই না । আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার ছেলে মেয়েরা ওম শান্তি ওম গান শুনে বড়ো হয়েছে । এটা আমার সবচেয়ে পছন্দের বলিউড ছবি, গোটা গান আমার মুখস্ত’।
স্ত্রীর বক্তব্যকে সমর্থন করে মাইকেল ডগলাস জানান, ‘ক্রিসমাসে সবার বাড়িতে ক্রিসমাস ক্যারোল শোনা যায়, আর আমার বাড়িতে সবাই মিলে ওম শান্তি ওম গান গায়’।
হলিউডের জন্যতম জনপ্রিয় জুটির মুখে অনিল কাপুরও নিজের ইমোশন ধরে রাখতে পারেন নি । অভিনেতা জানান, এই কথা শুনে সবচেয়ে বেশি খুশি হবেন বাদশা শাহরুখ খান এবং ওম শান্তি ওমের পরিচালক ফারহা খান ।

প্রায় দু দশক ধরে হ্যাপিলি ম্যারেড ক্যাথরিন-ডগলাস । তাঁদের বয়সে রয়েছে প্রায় বছর পঁচিশের পার্থক্য ,তবে সম্পর্কের মাঝে কোনোদিন ফাঁক আসতে দেন নি তাঁরা। মজবুত সম্পর্কের রহস্যের চাবিকাঠি হিসাবে নায়িকা জানান, 'আমি আমার সবচেয়ে প্রিয় বন্ধুকে বিয়ে করেছি, এটাই আমাদের সম্পর্কের রহস্য হল একে অপরের কাছে সৎ থাকা’। অন্যদিকে মাইকেল ডগলাস জানালেন, সুখী দাম্পত্যের চাবিকাঠি হল ' হ্যাপি ওয়াইফ, হ্যাপি লাইফ' ।
চমকের শেষ এখানেই নয়, এদিন নিজের সবচেয়ে পছন্দের বলিউড ছবির গানে নাচতেও দেখা গেল ক্যাথরিন জিটা জোন্সকে। সঙ্গে দিলেন অনিল কাপুর । মাত্র কয়েক সেকেন্ডের পারফর্ম্যান্সে ক্যাথরিন বুঝিয়ে দিলেন সত্যিই মনেপ্রাণে তিনি টোটাল বলিউড ।
ভবিষ্যতে কোনো বলিউড ছবিতে এই হলিউড সুন্দরীর দেখা পেলে চমকে যাবেন না!