হাসিখুশি নিপাকে দেখতেই অভ্যস্ত সকলে। যত্ত বড় সমস্যাই হোক না কেন নিপারানির ঠোঁটের কোণে হাসি লেগেই আছে। কিন্তু আচমকাই নিপার মন ভার।কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে জীবনে নেমে এসেছে অগাধ দুঃখ। ব্যাপারটা কী? আসলে শোবিজ জগতে টিকে থাকতে গেলে নায়িকাদের অল্প-বিস্তর ডায়েট মেনটেন করেই চলতে হয়। কারণ নায়িকা মানেই সুন্দরী আর ছিপছিপে হতে হবে, এটাই প্রচলিত ধারণা। আকর্ষণীয় ফিগার ধরে রাখতে দরকার অনেক অধ্যাবসায়। ক্যাটরিনা-দীপিকার মতো সুপারহট ফিগার তো আর সহজে মেলে না!
তাই তেল-ঝাল-মশলা দূরে ঢেলে সেদ্ধ শাক-সবজিতেই ভরসা রাখেন নায়িকারা। কিন্তু নিপারানিরও শখ সুন্দর ফিগার বানানোর। কিন্তু ভোজন রসিক অভিনেত্রী ডায়েট করতে গিয়ে মহা ফ্যাঁসাদে পড়েছেন। বিরিয়ানি ভালোবাসে না এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর, ঐন্দ্রিলাও দারুণ ভালোবাসেন এই আওয়াধি খাবার খেতে। তবে সুন্দর ফিগার ধরে রাখতে বিরিয়ানি ছুঁয়েও দেখবেন না তিনি, এমন শপথ তাঁর।
সোশ্যাল মিডিয়ায় নিপা একটি ভিডিয়ো শেয়ার করেছেন, যেখানে দেখা গেল নায়িকাকে দেখা গেছে তাঁর বন্ধুর দেওয়া বিরিয়ানি খাওয়ার অফার নাকোচ করে দিচ্ছেন তিনি। ভিডিয়োতে দেখা গিয়েছে তাঁর কেউ বিরিয়ানি খেতে ডাকছে, তবে ‘হ্যাঁ’ বলবার আগেই তাঁর মনে পড়ে গেল ডায়েট প্ল্যানের কথা। তাই বুকে পাথর রেখে ‘না’ বলল নিপারানি। কিন্তু ফোন রাখতেই কান্না পেল তাঁর। এই মজার ভিডিয়ো দেখে ফ্যানেরা অনেকেই রিলেট করতে পারছেন। কিন্তু অনেকরই দাবি ঐন্দ্রিলা না বললেও নিপা কিন্তু বিরিয়ানি থেকে দূরে থাকতে পারতো না। কেউ আবার বলছে, এই মামলাতে একমাত্র পুলিশ বরই হেলেপ করতে পারবে নিপাকে। কারণ রুদ্রদাকে দেখলে বিরিয়ানির কথা পাক্কা ভুলে যাবে নিপা।

সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় অ্যাক্টিভ ঐন্দ্রিলা। অনুরাগীদের জন্য হামেশাই বিশেষ মুহূর্তের ছবি বা ভিডিয়ো আপলোড করে থাকেন। নাচতেও দুর্দান্ত ভালোবাসেন নিপা, কখনও টেস তো কখনও অনস্ক্রিন দিদিদের সঙ্গে নাচের তালে মগ্ন হয়ে যায় সে। বাদ যায় না মিঠাইরানিও।
উল্লেখ্য, ‘রাইকিশোরী’ ধারাবাহিকের সঙ্গে অভিনয় কেরিয়ার শুরু করেছিলেন ঐন্দ্রিলা। এরপর ধীরে ধীরে বাংলা সিরিয়ালের পরিচিত মুখ হয়ে উঠেন। ‘খনার বচন’ সিরিয়ালে কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করেছেন তিনি। এর আগে মিঠাই-এর নিপার দেখা মিলেছে, ‘করুণাময়ী রাণী রাসমণি, ‘চুন্নী পান্না’র মতো সিরিয়ালেও দেখা গিয়েছে ঐন্দ্রিলাকে।