বাংলা নিউজ > বায়োস্কোপ > Mithila-Tahsaan: ‘মেয়ে পারেনি, টাকার জন্য প্রাক্তন স্বামীর কাছে’, কটাক্ষের জবাব মিথিলার- ‘সৃজিত সবটা জেনেই…’
ভালোবেসে ঘর বেঁধেছিলেন তাহসান-মিথিলা। কিন্তু সংসার টেকেনি। ১১ বছরের দাম্পত্যে ইতি টানেন দুজনে। এরপর কেটেছে ৭ বছর। দুজনের ডিভোর্সের সময় তাঁদের মেয়ের বয়স ছিল এক বছর। এখন আয়রা রীতিমতো বুঝদার। মিথিলা এখন কলকাতার বউমা। আরও পড়ুন-একছাদের তলায়, মিথিলাকে দেখেই বললেন, ‘তোমাকে এতটাই ঘৃণা করি…’! তবু মেয়েকে জড়িয়ে ধরলেন তাহসান