
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বর্তমানে দর্শকদের কাছে সবচেয়ে ভালোবাসার মানুষটা হলেন ‘মিঠাই’ নায়িকা সৌমিতৃষা কুণ্ডু। কীভাবে যেন লাখ লাখ দর্শকের মনে ঘর করে নিয়েছে এই মেয়েটা। অফুরাণ ভালোবাসাও পায় চারদিক থেকে। সোশ্যাল মিডিয়া তো ‘মিঠাইরানি’ বলতে অজ্ঞান। বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করলেন তিনি। যা দেখে কথা হারিয়েছেন তাঁর বহু ভক্তই।
৩টি ছবি দিয়েছেন। প্রথম ছবিতেই রয়েছে সেই হ্যান্ড নোট। যাতে লেখা ‘আমি তোমায় খুব মিস করব আমার ঘর। আবার দেখা হচ্ছে ২৬ ফেব্রুয়ারি।’। পরের ছবিতে মেকআপ তুলতে দেখা গেল তাঁকে। একেবারে শেষ ছবিতে মিঠাই সেজে একগুচ্ছ হলুদ গোলাপ দিয়ে মুখ ঢেকেছেন। আরও পড়ুন: আজকাল কাজে না যাওয়ার ভীমরতি ধরেছে রণবীর কাপুরের! কারণ শুনলে আরও অবাক হবেন
কমেন্ট সেকশনে উদ্বেগ প্রকাশ করে এক ভক্ত লিখলেন, ‘তুমি কোথায় যাচ্ছে? সব ঠিক আছে তো?’ আরেকজন লিখেছেন, ‘হ্যাঁ, তোমারও একটা ব্রেকের প্রয়োজন। উপভোগ করো।’ আরও পড়ুন: হিন্দিতে ভাষণ দিতে গিয়ে খাবি খাচ্ছেন নাইসা! কাজল-অজয় কন্যাকে নিয়ে উঠল হাসির রোল
আসলে ২৪ ফেব্রুয়ারি জন্মদিন সৌমিতৃষার। আর জন্মদিন উপলক্ষেই চলে গিয়েছেন ঘুরতে। ইনস্টা স্টোরিতে তার ঝলকও রেখেছেন। যেখানে রয়েছে বাড়ি থেকে এয়ারপোর্ট যাওয়ার পথের ভিস্যুয়াল। আর পরের ছবিটা তোলা হয়েছে প্লেনের ভিতরে।
সৌমিতৃষার ইনস্টা স্টোরি।
আপাতত মিঠাই-তে আসছে একের পর এক টুইস্ট। এতদিন ভাবা হয়েছিল যে মিঠি-ই হয়তো মিঠাই। তবে মিঠাই-কে দেখানো হয়েছে। সে বেঁচে আছে, কিন্তু পুরনো সব স্মৃতি ভুলে গিয়েছে দুর্ঘটনার ফলে। সিড-মিঠাই-এর মেয়ে মিষ্টিও আছে, মানে শাক্যর ছোট বোন। এখন দেখার গোটা ঘটনার মোড় কোন দিকে নেয় নির্মাতারা।
মাসকয়েক আগেই স্লট বদলেছে এই ধারাবাহিকের। প্রাইম টাইম থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিকেল ৬টায়। কয়েক সপ্তাহ থেকে টিআরপি-র সেরা দশেও জায়গা পাচ্ছে না এটি। তবে স্লট ধরে রেখেছে। নবাব নন্দিনী-কে সরিয়ে স্টার জলসা বালিঝড় এনেও রুখতে পারছে না মিঠাইকে। তৃণা সাহা, ইন্দ্রাশিস রায় ও কৌশিক রায়ের এই ধারাবাহিক ত্রিকোণ প্রেমের গল্প, হেভিওয়েট কাস্ট নিয়েও পেরে উঠছে না।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক)
6.88% Weekly Cashback on 2025 IPL Sports