টলিউডে বেশ কিছু ভালো চরিত্রে কাজ করেছেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত। আপাতত তিনি কাজ করছেন মুম্বইতে দুটি হিন্দি ধারাবাহিকে। বহুদিন ধরেই শোনা যাচ্ছিল অভিনেত্রীর দাম্পত্য জীবন আর সুখের নেই। স্বামী অভিজিৎ -এর সাথে অশান্তি চলছে। তাদের মধ্যে দূরত্ব এতটাই বেড়েছে যে ডিভোর্সের কথাও নাকি ভাবছেন তাঁরা। ফাঁস ‘দিদি নম্বর ১’ রচনা বন্দ্যোপাধ্যায়ের জেরায়।
‘মোসে ছল কিয়া যায়ে’ আর ‘বন্নি চাও হোম ডেলিভারি’ এই দুই ধারাবাহিকে কাজ করছেন খলনায়িকা হিসেবে। আর সেই সূত্রে এখন তিনি মুম্বই নিবাসী। নিজের সাথে করে নাকি বোনেদের নিয়ে গিয়েছেন আরব সাগড়ের পাড়ে। কিন্তু স্বামীর জন্য একটুও মনখারাপ করে না তাঁর!
পরে সংবাদমাধ্যমের তরফে মানসীর কাছে গোটা বিষয়টা নিয়ে প্রশ্ন করা হলে ছোট পরদায় দাপুটে খল নায়িকা সাফ বলেন, ‘অভিজিৎ কলকাতায়। আমি মুম্বইতে। সেভাবে কেউ কারও প্রতি টান অনুভব করছি না। আমাদের দাম্পত্য ভালো নেই। দূরত্বই এর কারণ।’
জানা গেল মানসী এখন মুম্বই ছাড়তে রাজি নন। এদিকে অভিজিৎ বউকে মিস করলেও কলাকাতা ছাড়তে চান না। এই নিয়েই যত সমস্যা। মানসীর একমাত্র মেয়ে বড় হচ্ছে অভিনেত্রীর বোনেদের কাছে।
এর আগে ‘কী করে বলব তোমায়’ ধারাবাহিকের খলনায়িকা পায়েল সেনের ভূমিকায় পাওয়া গিয়েছিল মানসীকে। এই চরিত্রটির জন্যই সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন মানসী। গত বছরে রাজা চন্দের পরিচালনায় ‘কাটাকুটি’ নামের এক ওয়েব সিরিজেও কাজ করেছেন মানসী। তারপর ‘উমা’য় কাজ করতে করতেই মুম্বইতে অফার পান। ফলে সব ছেড়ে পাড়ি দেন মায়ানগরীতে।