কার কাছে কই মনের কথা ধারাবাহিকটি এখন বাঙালির ঘরে ঘরে জায়গা করে নিয়েছে। শ্বশুরবাড়িতে এসে আজও মেয়েদের কোন অত্যাচারের মুখে পড়তে হয়, কী কী সহ্য করতে হয় সবটাই এখানে তুলে ধরা হচ্ছে। একই সঙ্গে মেয়েরা যে আজকাল আর মুখ বুজে সবটা সহ্য করে না, সংসারে মানিয়ে নেওয়ার পাশাপাশি অত্যাচারের বিরুদ্ধে যোগ্য জবাব দেয়, বা দিতে জানে সেটাও দেখানো হচ্ছে। সঙ্গে সমাজের আরও একটি প্রচলিত ধারণা ভাঙছে এই ধারাবাহিক। কথায় বলে মেয়েরাই মেয়েদের শত্রু। এখানে দেখা যাচ্ছে মূল চরিত্র শিমুলের পাশে তাঁর তিন বন্ধু ঢালের মতো দাঁড়াচ্ছে। সবটা মিলিয়েই দারুণ জমে উঠেছে এই ধারাবাহিক। আর ফল হিসেবে ভালো সাড়াও পাচ্ছে। টিআরপি তালিকার সেরা ১০ -এ ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে মানালি দের এই সিরিয়াল। সেই প্রসঙ্গে নায়িকার কী মত?
শিমুল যে এত ভালোবাসা পাচ্ছে সেই বিষয়ে সংবাদ প্রতিদিনকে দেওয়া একটি সাক্ষাৎকারে মানালি বলেন, 'লোকের ভালো লাগছে দেখে সেটা অবশ্যই আমাদেরও ভালো লাগছে। তবে আমি টিআরপি নিয়ে খুব একটা মাথা ঘামাই না। কিন্তু ভালো রেজাল্ট করলে মন তো ভালো হয়েই যায় তাই না? আর লোকজনের যদি ভালো লাগে তাহলে আরও ভালো করে কাজ করতে ইচ্ছে হয়। উদ্যম পাওয়া যায়। আর ভালো না লাগলে আরও ভালো করে কাজ করতে হয়। ফলে যাই হোক না কেন ভালো কাজ করা চাই।'
আরও পড়ুন: রোজকার অশান্তিতে বিরক্ত হয়ে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত শিমুলের, পরাগ আটকাবে কি?
আরও পড়ুন: সংসার সন্তান সামলে ডাক্তার হতে চায় রাণী, পারবে?
ধুলোকণা ধারাবাহিকের সাফল্যের পর আবার একটা হিট সিরিয়াল। এটা কীভাবে? মানালির মতে, 'এটা ধরে রাখতে চাই। তবে এটা ম্যাজিক কিনা জানি না কিন্তু এই সব প্রজেক্টের রাইটারদের ধন্যবাদ জানাব আমি। চ্যানেল এবং তাঁরা যে আমার বেছে নেন এর জন্য আমি কৃতজ্ঞ। আমি প্রতিবার খুব ভালো স্ক্রিপ্ট পাই। ভালো কনটেন্টে কাজ করার সুযোগ পাই। সঙ্গে নিজের সেরাটা দেওয়া চেষ্টা করি।'
কিন্তু অনেকেই বলছেন কার কাছে কই মনের কথায় যে এত টক্সিসিটি দেখানো হচ্ছে সেটা ঠিক নয়। এই বিষয়ে অভিনেত্রীর কী মত? 'এটা বাস্তবে হয়। ফেসবুকে কমেন্টে এসেও অনেকে জানান যে তাঁদের জীবনের সঙ্গে মিল আছে। শ্বশুরবাড়িতে এসে অনেক মেয়েকেই অসুখী জীবন কাটাতে হয়।'