আর মাত্র দিন কয়েকপরেই বিয়ে সিদ্ধার্থ মলহোত্রা আর কিয়ারা আডবানির। এমনিতেই সেই ‘শেরশাহ’-র সময় থেকে চর্চায় থাকেন এই জুটি। তাই তাঁদের বিয়ের খবরে মুখে হাসি ফুটেছে একাধিকের। খবর রয়েছে ৬ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধবেন তাঁরা। তার আগের দু দিন অর্থাৎ ৪ ও ৫ তারিখে হবে প্রাক বিবাহ অনুষ্ঠানগুলি।
রাজস্থানের জয়সলমেরের জনপ্রিয় প্রাসাদ সূর্যগড়েই হবে বলিউডের এই বিলাসবহুল বিয়ের অনুষ্ঠান। খুব সামান্য অতিথিরা নিমন্ত্রিত থাকলেও সবকিছুই হবে ধামাকার সঙ্গে। অতিথি তালিকায় নাম আছে করণ জোহর, ইশা আম্বানিদের। এই প্যালেসের প্রায় ৮০টি ঘর বুক করা হয়েছে ১০০ অতিথির জন। হাই প্রোফাইল অতিথিদের কথা মাথায় রেখে বুকিং করা হয়েছে ৭০টি বিলাসবহুল গাড়িও। যার মধ্যে রয়েছে মার্সিডিজ, জাগুয়ার থেকে বিএমডব্লিউ-র মতো নাম।
প্রসঙ্গত, ইশা আম্বানির ছোট বেলার বন্ধু কিয়ারা। যদিও তখন তাঁর নাম ছিল আলিয়া। বলিউডে আসার আগে নিজের নাম বদলে কিয়ারা রাখেন। আর সিদ্ধার্থের সঙ্গে সম্পর্কে অনুঘটকের কাজ করেছেন করণ জোহর, তাই হাজার হোক তাঁকেও বাদ দেওয়া যায় না! আরও পড়ুন: নতুন বউকে চুমুতে ভরিয়ে দিলেন রাহুল, তোয়ালে জড়িয়ে পোজ আথিয়ার, ভাইরাল ভিডিয়ো
যদিও বিয়ে নিয়ে মুখে কুলুপ এঁটেছেন বর-কনে। প্রেম নিয়েও খুল্লামখুল্লা কথা বলেননি সেভাবে। একাধিক সাক্ষাৎকারে একে-অপরের প্রতি ভালোলাগা হয়তো জাহির হয়েছে, তবে তার থেকে প্রেমের কথা আসেনি। তবে বেশিরভাগ সময় সিদ্ধার্থের নাম উঠলেই কিয়ারার চেহারারা লাল আভা বুঝিয়ে দিয়েছে একে-অপরকে চোখে হারাচ্ছেন। আরও পড়ুন: হাতে থাকে ৩৫ লাখের ব্যাগ!পরনে লাখ লাখ টাকার পোশাক; আম্বানির বউমার স্টাইল নজরকাড়া