বাংলা নিউজ > বায়োস্কোপ > Kaushambi-Adrit Child: ‘তাড়াতাড়ি যেন..’, বিয়ের আগেই উঠল বাচ্চার কথা! ফুলকির মেকআপ রুমে লজ্জায় লাল আদৃতের হবু বউ
আর মাত্র ৫ দিন! আগামী বৃহস্পতিবার বিয়ের সানাই বাজবে আদৃত-কৌশাম্বির। মিঠাইয়ের সেটে শুরু প্রেম কাহিনি পেতে চলেছে কাঙ্খিত পরিণতি। ভালোবেসে পরস্পরের হাত ধরেছিলেন কৌশাম্বি-আদৃত, কটাক্ষ-ট্রোলিং সবকিছুর মোকাবিলাও করেছেন গত কয়েকমাসে। তবে নিন্দকদের মুখে ঝামা ঘষে চার হাত একহচ্ছে এই প্রেমিক যুগলের। আরও পড়ুন-ফুলকির মেকআপ রুমে তখন উলুধ্বনি! ফের আইবুড়ো ভাত খেলেন কৌশাম্বি, নায়ক অভিষেককে করলেন প্রণাম