পুজো মানেই কিন্তু পরিবার-পরিজন-বন্ধু-ভালোবাসার মানুষদের সঙ্গে জমিয়ে কাটানো পাঁচটা দিন। ষষ্ঠী থেকে দশমী, অফুরাণ খাওয়া-দাওয়া, জমিয়ে ঠাকুর দেখা আর সঙ্গে ছবি তোলা। মুহূর্তগুলোকে ক্যামরাবন্দি করে রাখা স্মৃতি হিসেবে।
পুজোর সাজে ছবি দিলেন কৌশাম্বি। অপরূপ দেখতে লাগছিল এই টিভি সুন্দরীকে। অফ হোয়াইট শাড়ি পরেছেন, যাতে লাল পাড় ও লাল সুতোর কাজ। সঙ্গে সিলভার জুয়েলারি। তবে যে ছবিটা সবার নজর বেশি করে কাড়ল তা তোলা হয়েছে সিঁড়িতে। একটু পিছন ঘুরে কারও একটা হাত ধরে আছেন, এক গাল হাসি। যে মানুষটার হাত ধরেছেন সে নেই ফ্রেমে। তবে হাতের ট্যাটু দেখে নেটিজেনরা বলছে, এ আর কেউ নয়, আদৃত।
মিঠাই ধারাবাহিকে আদৃতের সঙ্গে কাজ কৌশাম্বির। অনস্ক্রিনে ছিলেন ভাইবোন। তবে সেখান থেকেই মন দিয়ে ফেলেন একে-অপরকে। একটা মিষ্টি প্রেমের শুরু হয়। সেভাবে সম্পর্ক নিয়ে কোনও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি তাঁদের তরফে সেভাবে কোনওদিনই। তবে আজকাল জন্মদিন বা বিশেষ দিনগুলোতে আসে রোম্যান্টিক বার্তা। দিদি নম্বর ১-এ এসেও নিজের উচ্ছে-প্রীতি (মিঠাই ধারাবাহিকে আদৃতের চরিত্র সিদ্ধার্থকে তার বউ মিঠাই নাম দিয়েছিল উচ্ছেবাবু) জাহির করে গিয়েছেন। এমনকী নাম না করে জানিয়েছিলেন, তাঁদের দুজনের সম্পর্কে খুশি তাঁদের মা-বাবাও।
কৌশাম্বির ধরে থাকা হাতটা যে আদৃতেরই সে ব্যাপারে নিশ্চিত নেটিজেনরা। একজন কমেন্টে লিখলেন, ‘ট্যাটুটা চেনা চেনা লাগছে। হাতটাও খুব চেনা মনে হচ্ছে। এটা আদৃত দা। আমি নিশ্চিত এটা আদৃত দা।’ অপরজনের মন্তব্য, ‘তোমাদের দুজনকে পুজোতে একসঙ্গে দেখে ভালো লাগল। প্লিজ পুজোতে একটা ছবি দিও একসঙ্গে।’ তৃতীয় জনের মন্তব্য, ‘হাতটা কিন্তু আদৃতের।’
এই সম্পর্ক নিয়ে কম কটাক্ষে পড়েননি আদৃত-কৌশাম্বি। এক সময়ের নম্বর ১ ধারাবাহিক মিঠাই-এর দর্শকরাই বিপক্ষে চলে গিয়েছিলেন তাঁদের পছন্দের নায়ক সিদ্ধার্থের। আসলে, অনেকেই চেয়েছিলেন মিঠাই নায়িকা সৌমিতৃষার সঙ্গে একটা জমজমাট প্রেম হোক। তবে তা হয়নি। কারও আবার ধারণা ছিল সৌমিতৃষা ভালোবাসেন আদৃতকে। আর আদৃত সৌমির মন ভেঙে চলে গিয়েছেন কৌশাম্বির কাছে। ফলত কৌশাম্বিকে ভিলেন বানিয়ে ফেলে দর্শকদের একটা অংশ। ধারাবাহিক শেষ হওয়ার পর সেই ট্রোলের মাত্রা কমলেও, পুরোপুরি শেষ হয়নি। তাই হয়তো লুকোচুরি ছাড়তে পারছেন এই প্রেমিক যুগলও।
কাজের সূত্রে, কৌশাম্বিকে দেখা যাচ্ছে বর্তমানে ফুলকি ধারাবাহিকে পারোমিতার চরিত্রে, যিনি নায়কের বিধবা বৌদি। আর আদৃতের জলদি পা রাখার কথা রয়েছে সিনেমায়। নাম পাগল প্রেমী।